নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বেঁচে থাকার আদব\"

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম

আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

দোয়া

২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:২০

আল্লাহ তায়ালার কাছে মানুষ যখন কিছু চায় তখন তার মন থাকে পরিষ্কার। সে কোন ভণিতা না করেই তার আর্জি উপস্থাপন করে।



পক্ষান্তরে মানুষ যখন মানুষের কাছে কিছু চায় তখন সে নানা ধরনের চিন্তা ও পেরেশানির মধ্যে পতিত হয়। অতএব সে বিভিন্ন ভণিতা ও কৌশল প্রয়োগ করে। তার মনও দুরুদুরু করে।



এর কারণ কি?



মানুষ কি আল্লাহ তায়ালার চেয়ে আল্লাহর বান্দাকে বেশী ভয় করে?



আল্লাহ তায়ালা সম্পর্কে মানুষ ভাল ধারণা রাখে যে, তিনি এমন একজন মনিব যিনি গোলামের কথা মনোযোগ দিয়ে শুনেন।



মানুষ সম্পর্কে মানুষ ধারণা রাখে যে, হয়তো সে তার সমস্যাদি উপলব্ধি করতে পারবে না বা করতে চাইবে না। তাই সে ভণিতা ও কৌশলের আশ্রয় নেয়।



আল্লাহ তায়ালার অলীরা মানুষের কাছে কিছু আশাও করেন না, তাই তারা মানুষের কাছে কিছু চান না। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম আমাদের পরমুখাপেক্ষীহীন হওয়ার শিক্ষা দিয়েছেন। এর জন্য দোয়াও আছে। রিয়াজুস সালেহীন কিতাবের দোয়ার অধ্যায়ে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের পবিত্র মুখ নিঃসৃত অনেক সুন্দর সুন্দর দোয়া আছে - যেসব দোয়া আমাদের শিখে নেয়া কর্তব্য। এসব দোয়াগুলির একটাও যদি কবুল হয় তবে কোন ব্যক্তি দুনিয়া ও আখিরাতে অসফল বা না-কামিয়াব থাকতে পারে না। আল্লাহ তায়ালা আমাদের সেসব দোয়াগুলো শিখে আমল করার তৌফিক দান করুন। আমীন।



___________________________________________________



ডাঃ জহির

২৪ এপ্রিল, ২০১৫

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.