নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুখীর কথা

[email protected]

দুখী মানব

[email protected] Many will call me an adventurer- and that I am...only one of a different sort, one of those, who risks his skin to prove his platitudes..।

দুখী মানব › বিস্তারিত পোস্টঃ

শাহবাগঃ বেলুন থেরাপি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫





শাহবাগের আন্দোলন কোন দিকে যাচ্ছে বুঝে উঠতে পারছি না। একটু আগে খবরে দেখলাম শহীদদের উদ্দেশ্যে চিঠি লিখে অন্তরীক্ষপানে বেলুন উড়ানোর ডাক দেয়া হয়েছে। মোমবাতির পর বেলুন, আন্দোলনের কর্মসূচি হিসেবে নিঃসন্দেহে খুবই শান্তিপূর্ণ আর অভিনব। ভাবতেই রোমান্টিক লাগছে বেপার টা। সংসদ ভবনের দক্ষিন প্লাজায় দাঁড়িয়ে সরকার দলীয় সংসদ সদস্যরাও ঝাঁকে ঝাঁকে বেলুন উড়াবেন। শাহবাগের আন্দোলন আরও একবার সফল।



আসলেই কি তাই?? শাহবাগের নেতা রা কিভাবে এমন কর্মসূচি দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। দীর্ঘ ১৪ দিন পর অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। আজকে একজন হার্ট এটাক করে মারা গেলেন। কুচক্রীমহলের বিভিন্ন ষড়যন্ত্রে ইতোমধ্যে আমাদের মধ্যে বিভাজন দেখা যাচ্ছে। নানা ভাবে আমাদের এই আন্দোলকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এই আন্দোলন এর লিডার রা যদি এমনই নির্লিপ্ত আর সত্যাগ্রহ পালনে ব্যস্ত থাকে আর এইসব ভুগিচুগি পালনে আমাদের বাধ্য করে তবে যতদিন যাবে ধীরে ধীরে এই আন্দোলন স্থিমিত হয়ে যাবে। আরও একবার বেঁচে যাবে দেশের শত্রুরা। আপনি কি তাই চাচ্ছেন??



কাদের মোল্লার ফাঁসি, যুদ্ধাপরাধীদের বিচার আর জামাত-শিবির এর রাজনীতি নিষিদ্ধ করার জন্য আমরা আল্টিমেটাম এর ডাক চাই। সরকার কে তিন দিনের সময় বেঁধে দেয়া হোক। এই সরকার কে গত ইলেকশনে ম্যান্ডেট দেয়া হয়েছিল ঠিক এই দাবি গুলো আদায়ের জন্যই। তবে এখন এত গরিমসি কেন? আমাদের প্রধানমন্ত্রী যদি বুঝেই থাকেন "জামাত-শিবিরের রাজনীতি করার অধিকার নাই" তাহলে উনি সংসদে নিষিদ্ধ করার জন্য বিল পাশ করেন না কেন?? জনগনের দাবি কি উনি শুনতে পারছেন না?? এই আন্দোলন এর মাধ্যমে যদি এখনই সরকার কে আল্টিমেটাম দিয়ে বাধ্য করা না হয় তাহলে আরও অনেক লাশ আমাদের দেখতে হবে। লাশ দেখতে গিয়ে আবারও তিনি একই ডায়লগ দিবেন। আবার আমরা জানাজা পড়ব আর বেলুন উড়াবো? কি হাস্যকর !!



মোমবাতি জ্বালিয়ে- বেলুন উড়িয়ে-কবিতা আবৃতি করে দাবী আদায় করা যায় না। স্টেজের উপরে যারা আছেন তারা আরও একবার ভেবে দেখুন, এই জনস্রোত ৪২ বছর পুরানো দালালদের বিচারের জন্য রাস্তায় নেমেছে। নতুন দালালদের তারা ছেড়ে কথা বলবে না। নব্যদের অবস্থা হবে আরও ভয়াবহ।

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

আরবিকে007 বলেছেন: সরকার এই আন্দোলনকে এগিয়ে নিতে চাই। তার অংশ হিসাবে এই আন্দোলনে সরকারের প্রতি কোন আল্টিমেটাম দেওয়া হবে না। মোমবাতি আর বেলুন ফুলিয়ে তরুনদের কে শাহবাগে আটকে রাখবে সরকার। আর দালাল মিডিয়াগুলো সেই হাজার দুয়েক জনতার ভিড় কে গণজোয়ার বলে চালিয়ে দেবে। আর সরকার বলবে একই কথা। দেশের কোন সমস্যার কথাই আর কেও বলতে পারবে না। চলে আসবে নির্বাচনের সময়।.......

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

সাইক চৌধুরী বলেছেন: অসাধারণ লিখেছেন। এরকম একটা আন্দোলন থেকে আমরা কার্যকর কিছু কর্মসূচি চাই, যা এই আন্দোলন কে বেগবান করবে। আমার বারবার মনে হচ্ছে এই নেতৃত্ব কোথায় যেন আটকে গেছে।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

বড় ভাইয়া বলেছেন: কথাত ভালই বলেছেন, তবে সমস্যাত অন্য জায়গায় এই আন্দলনের নেতাকে? কোন আন্দলন আলোর মুখদেখতে পারবে না যদি না সঠিক নেত্রীত্ব থাকে একজন নেতার আন্ডারে। এটা যদি দ্বিতীয় মুক্তি যুদ্ধ হয় তবে একজন দ্বিতীয় শেখ মুজিবকে খুজে বের করুন।
তাহলেই আমরা আবার জয়ী হবো।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

আমিভূত বলেছেন: মোমবাতি জ্বালিয়ে- বেলুন উড়িয়ে-কবিতা আবৃতি করে দাবী আদায় করা যায় না। স্টেজের উপরে যারা আছেন তারা আরও একবার ভেবে দেখুন, এই জনস্রোত ৪২ বছর পুরানো দালালদের বিচারের জন্য রাস্তায় নেমেছে। নতুন দালালদের তারা ছেড়ে কথা বলবে না। নব্যদের অবস্থা হবে আরও ভয়াবহ

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

দূর্যোধন বলেছেন: :)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: কাদের মোল্লার ফাঁসি, যুদ্ধাপরাধীদের বিচার আর জামাত-শিবির এর রাজনীতি নিষিদ্ধ করার জন্য আমরা আল্টিমেটাম এর ডাক চাই। সরকার কে তিন দিনের সময় বেঁধে দেয়া হোক। এই সরকার কে গত ইলেকশনে ম্যান্ডেট দেয়া হয়েছিল ঠিক এই দাবি গুলো আদায়ের জন্যই। তবে এখন এত গরিমসি কেন?

রাষ্ট্রীয় সমাদরে থেকে শাহবাগ থেকে এমন আল্টিমেটাম কোনদিনও আসবেনা। জামাতের রাজনীতি নিষিদ্ধ করলে আওমীলীগের টোটাল লস! তাছাড়া শাহবাগ আন্দোলনকে আওমীলীগ যদি কন্ট্রোলে না রাখতে পারে তাহলেও তাদের বিপদ আছে। এমনিতেই জয় বাংলা স্লোগান সাধারণ মানুষ আওমীলীগ থেকে প্রায় ছিনিয়ে নিয়েছে। এখন একটি জেনারেশন যদি আওমীলীগের বাইরে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সংগঠিত হয় তাহলে মুক্তিযুদ্ধভিত্তিক আওয়ামী পলিটিক্যাল স্ট্যানবাজী দারুণ ভাবে মার খাবে।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: প্রচন্ড ভাবে একমত !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.