নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যরকম কিছু কথা

আমি খুব সাধারণ

দুঃখীনি

আমি খুব সাধারণ

দুঃখীনি › বিস্তারিত পোস্টঃ

নাম নাই-২

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

জীবনটা সবসময় তোমার একার নও হতে পারে।মানুষ যদি তোমার ভালো চায় তা কী খুব বেশি অন্যয়?মানুষ কে যত তুমি তোমার থেকে দূরে সরাবে মানুষ ও দূরেই সরবে।গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ো না।ক্ষতি তোমারই।নিজেকে খুব বেশী বড় ভেবে কী কোনো গর্ব আছে বলো?তোমার আশেপাশের মানুষকে তুমি যতটা কষ্ট দিবে ততোই তুমি একা হয়ে যাবে।হয়তো বা এখন তুমি তোমার উপকরের কথা তুলে ধরবে।ভুল করো না।কারন,কাউকে সাহায্যের হাত বারড়য়ে তুমি ভেবো না তুমি মহান,উদার।তাতে তোমার সংকীর্ণ মনটা যে খোলোশ ছেড়ে বেরিয়ে আসবে।হ্যা, তুমি মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো;কিন্তু এমন ও অনেক সময় আছে যখন মানুষ তোমাকে বিশ্বাস করেছে কিন্তু তুমি তার মর্যাদা রাখনি।এখন তুমিই বলো তোমার এমন আচরন কী ঠিক?একটা সময় তুমি কাউকে তোমার পাশে পাবে না।তখন নিজেকে কি করে বোঝাবে?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.