নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবিক পৃথিবীর জন্যই মানুষ, নষ্ট রাজনীতি আর ধর্মান্ধতার জন্য নহে

বোবাকান্না

মানবতার জন্যই মানুষ, নষ্ট রাজনীতি আর ধর্মান্ধতার জন্য নহে

বোবাকান্না › বিস্তারিত পোস্টঃ

ওয়াজ ব্যবসায়ীরাই পিস টিভির বড় শত্রু

১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৫



ড. জাকির নায়েকের পিস টিভি জঙ্গি প্রচারণার পৃষ্ঠপোষক হলে দেশের লাখ লাখ মানুষের মাথায় এতোদিনে হয়তো জঙ্গি মতাদর্শ ঢুকে গেছে। বিশেষ করে যারা বয়স্ক নারী-পুরুষ। যারা স্টার গ্রুপের (স্টার জলসা, স্টার প্লাস), জি বাংলা নামক সংসার ভাঙ্গার হাতিয়ারের বদলে পিস টিভি দেখেন। কিন্তু গুলশানসহ সাম্প্রতিক ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনাগুলোয় ষ্পষ্ট হামলাকারীরা ছিল অনুর্ধ্ব ৩০। এ বয়সী যুবকেরা জাকির নায়েকের প্রোগ্রাম দেখে বলে কেউ বিশ্বাস করবে না।


আসলে সমস্যাটা হলো এখানে-কয়েকমাস আগে পুলিশ সদর দপ্তরে জঙ্গিবাদ বিরোধী এক প্রোগ্রামে কিছু 'ওলামা-মাশায়েখ' আইজিপির কাছে জোর গলায় দাবি করেছিলেন, 'পিস টিভি বন্ধ করা হোক। একই সাথে দেশের সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর ইসলামি প্রোগ্রামে আমাদের রাখা হোক। গত বছরের ৫ ডিসেম্বর পুলিশ সদর দপ্তরে আয়োজিত ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: বাংলাদেশ প্রেতি’ শীর্ষক ওলামা-মাশায়েখদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয় বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

ওইসব সুবিধাবাদী ওয়াজ ব্যবসায়ীরা ড. জাকির নায়েক নিয়ে সবসময় সোচ্চার। কারণ এক জাকির নায়েকের দিকে সবার চোখ। আবার সামনে ওয়াজ ব্যবসার ভরা মৌসুম। শীতের রাতে তাদের পকেট গরম করবে মারহারা নামক টাকার অঙ্ক। তাই পিস টিভি নামক জাকির নায়েকের যৌক্তিক বক্তব্য বন্ধ হলে লাভবান হতেন এসব মৌসুমী হুজুরেরাই। মানুষ জাকির নায়েকের বিকল্প হিসেবে ধর্ম ব্যবসায়ীদের ফতোয়া আর বুলি শুনে মারহাবায় মুগ্ধ হতো। পিস টিভির রাস্তা পরিস্কার করা গেলে পুরোটাই পকেটে ঢুকতো মোসুমী হুজুরদের। কিন্তু স্টার গ্রুপের দেশের গোয়েন্দা সংস্থার তদন্তে ধর্ম ব্যবসায়ীদের মারহাবায় ফাটল ধরলো!!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওয়াজ ব্যবসায়ীদের কথা বার্তা অনেকটা আমাদের নবীজির (সাঃ) চাচার মত। এতদিন যা করে এসেছি তা কীভাবে ছাড়বো? মিথ্যা গল্প বলার দিন শেষ। পীস টিভি বন্ধ করলেও এর মাধ্যমে অলরেডি অনেক মানুষ সত্য ইসলাম জেনে গিয়েছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.