নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতার জন্যই মানুষ, নষ্ট রাজনীতি আর ধর্মান্ধতার জন্য নহে
বাণিজ্যিক এলাকা মতিঝিলের একটি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখায় বিট্রিশ পাউন্ডের রেট জানতে চাইলে একবাক্যে ১১৩.৫০ টাকা জানিয়ে দেন ডেস্কে দায়িত্বরত কর্মকর্তা। এরপর মুদ্রা বিনিময় চাইতেই তিনি বলেন মুদ্রা নাই, শুধু দামটুকুই বলা যাচ্ছে। সরকারি/বেসরকারি মিলিয়ে ৪টি শাখায় একই উত্তর।
তবে ভিন্নপন্থায় ১৩০ টাকা রেটে যাচ্ছে মানি এক্সচেঞ্জের মাধ্যমে পাউন্ডের সন্ধান মেলে ঠিক একই এলাকায়। চোর-পুলিশ খেলার মধ্যে এভাবেই ডলার, পাউন্ড, ইউরো লেনদেন হচ্ছে ঢাকার ব্যাংকপাড়া মতিঝিল, দিশকুশা, পল্টন সহ মানি একচেঞ্জ নির্ভর এলাকায়। অথচ সরকারি এজেন্সিগুলো হন্য হয়ে খুঁজছে ডকুমেন্টস ছাড়া লেনদেনকারী এসব মানি এক্সচেঞ্জগুলোকে। ততদিনে বৈদেশিক রির্জাভের ত্রাহি অবস্থা।
গত এক বছরে রিজার্ভ প্রায় অর্ধেকে ঠেকেছে (২৬ বিলিয়ন)। মুদ্রাস্ফিতির কারনে নিত্যপ্রয়োজনীয় ক্রয়সামগ্রী মানুষের নাগালের বাইরে যাচ্ছে। সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৯০ টাকা, চিনিতে বেড়েছে ১৩ টাকা। ব্যাংকগুলোয় বৈদেশিক মুদ্রা সঙ্কটে এলসি খুলতে পারছে না আমদানিকারকেরা।
স্বয়ং প্রধানমন্ত্রী নিজে বৈশ্বিক দুর্ভিক্ষের আভাস দিয়েছেন। আমিও চাইবো না আমার দেশ শ্রীলঙ্কা লোক। তবে এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি না হলেও দেশের রিজার্ভ নিয়ে শঙ্কায় আছেন অর্থনীতিবিদরা। সরকারের পক্ষ থেকে ডলার সঙ্কটকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বলা হচ্ছে। সংস্থাগুলো হুন্ডিতে টাকা পাচার রোধে উঠেপড়ে লেগেছে। কিন্তু কাজের কাজটা আসলেই হচ্ছে?
ধরুন আপনার/আমার এলাকার এমপি সাব/উপজেলা চেয়ারম্যান/পৌরসভার মেয়র/আমলা স্যার প্রকল্প বা ঠিকাদার থেকে যে কমিশন নেন তাতে মাসে কোটি কোটি টাকা আসে। নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজির কথা বাদই দিলাম। প্রকল্প হলেই এমপি-মন্ত্রীরা খুশি।
আবার এসব জনপ্রতিনিধি ব্যাংক একাউন্ট বা নির্বাচন কমিশনের হলফনামায় উল্লেখযোগ্য পরিমাণ টাকা নাই। আমলাদের ব্যাংক একাউন্ট যেন 'দিন আনে, দিন খায়' অবস্থা। তাহলে লুটপাটের কোটি কোটি টাকায় কোথায় যায়? এক কথায় দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে।
ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটগুলো বলছে, ব্যাংকের এলসি/হুন্ডি সহ কয়েকটি মাধ্যমে বিদেশে অর্থপাচার হয়ে আসছে। বেসরকারি ব্যাংকগুলো অর্থপাচারে সহায়তা করে বলেও অভিযোগ রয়েছে। হুন্ডির মাধ্যমে বিদেশি মুদ্রা বিদেশেই রয়ে যাচ্ছে, যা অর্থপাচার। হুন্ডি ব্যবস্থা তৃণমূল পর্যায়ে পৌছেছে। সম্প্রতি ব্যাংকে তারল্য সঙ্কটের গুজব বা বাস্তবতায় প্রবাসীরা ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে স্বাচ্ছন্দবোধ করছেন না। টাকা আসছে হুন্ডিতে, লাভবান পাচারকারীরা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) ২০২০ সালে বলেছিলো, বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার পাচার হয়।
জিএফআই'র তথ্য মতে, ২০০৮ সালের পরে বাংলাদেশে পণ্যের মূল্য ঘোষণায় গরমিল দেখিয়ে অর্থ পাচারের পরিমাণ বেড়েছে। দুই হাজার পনের সালে সর্বোচ্চ ১ হাজার ১৫১ কোটি ৩০ লাখ ডলার বিদেশে চলে গেছে।
বৈদেশিক সংস্থার রিসার্স বা তথ্যর বাইরে কী পরিমাণ অর্থ বিদেশে যাচ্ছে তা কেবল বিদেশে বাংলাদেশীদের অট্রালিকা বা বিলাসবহুল বাড়ি দেখলেই বোঝা যাবে।
প্রশ্ন হচ্ছে- গত এক দশকে তৃণমূল পর্যন্ত যেভাবে দৃর্নীতি, লুটপাট, চাঁদাবাজি হয়েছে তার লাগাম কী টেনে ধরা হয়েছে। প্রকল্প ব্যয়ে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলো ছাড়াও উন্নত বিশ্বের চেয়ে বেশি ব্যয় করছে এ নিয়ে কী কোন ব্যবস্থা হয়েছে। ঘুষখোর, দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীদের কতজনকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সনাক্ত করে আইনের আওতায় আনতে পেরেছে। রাষ্ট্রীয়ভাবে কতজন দুর্নীতিবাজ বা কমিশন নেয়া আমলাকে চিহ্নিত করা হয়েছে
গত এক যুগে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তি বা যারা মাদক নির্মূল করার কথা তারাও এ কারবারে জড়িয়েছে, নেপথ্যে টাকা। এই টাকাও পাচার হচ্ছে। কিন্তু বন্দুকযুদ্ধের বাইরে আসলে ইয়াবা-ফেন্সিডিল কতটুকু নির্মূল হয়েছে?
দুর্নীতির উৎস বন্ধ না করে হুন্ডি ঠেকাও পদ্ধেতিতে বাংলাদেশ আদৌ কী বিদেশে অর্থপাচার ঠেকাতে পারবে?
২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৩
বোবাকান্না বলেছেন: সহমত, সেটাই বলতে চাচ্ছি
২| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৪
বাকপ্রবাস বলেছেন: সরকারের মন মানসিকতা দেউলিয়া হয়ে যাচ্ছে, দেশ দেউলিয়া হবেনা ইনশোআল্লাহ
২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৫
বোবাকান্না বলেছেন: সরকার মানেই একটা দেশের অর্থনীতি, বিশ্বপরিমন্ডলে ভাল-মন্দ পরিচিতি এবং জনগণের আশা-আকাঙ্খার প্রতীক। সরকার ব্যর্থ হলে এগুলো জনগণের ঘারেই পড়ে, হোক সেটা নির্বাচিত কিংবা রাতের বেলার সরকার
৩| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:১৭
ফুয়াদের বাপ বলেছেন: যে কোন দেশ ধ্বংস হতে দূর্নীতিই যথেষ্ট। এক রিকসাচালক বাবা কষ্ট করে তার ছেলেকে পড়িয়ে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার করিয়েছে এখন ছেলে চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরে। তোষামোদে ঘুষ-নগদ নারায়ন ছাড়া নকর হতে পারছেনা। আক্ষেপ করে বাবা বলে,"দেশের উন্নয়ন কোথায় হইলো যেখানে ঘুষ ছাড়া চারকি হয়না"।
মধ্যেপ্রাচ্যের দেশগুলোর অনেক প্রবাসী হুন্ডিতে বাধ্য হয়ে টাকা পাঠায় -
=< কোন কারনে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে পারে না।
=< কফিলের নামে নিজের ব্যাবসা করা প্রবাসীরাও ব্যাংকিং চ্যানেলে তার বেতন উল্লেখিত টাকার বেশি টাকা পাঠাতে পারে না।
=< মধ্যেপ্রাচ্যে প্রবাসীদের বিরাট অংশ পড়ালেখা পারে না তাই ব্যাংকিং চ্যানেলের টাকা পাঠানোর প্রক্রিয়াকে ঝামেলা মনে করে।
=< ব্যাংক কারেন্সি রেটের চেয়ে হুন্ডির রেট সবসময় বেশি থাকে তাই হুন্ডি জনপ্রিয়।
২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৬
বোবাকান্না বলেছেন: সরকারকেই এগুলোর বিকল্প তৈরি করতে হবে
৪| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: শেখ হসিনা পদ্মাসেতু, মেট্রোরেল করতে পারলেও দূর্নীতি বন্ধ করতে পারেন নি। কাজেই তার সব ভালো কাজ দূর্নীতির দায়ে চাপা পড়ে যাচ্ছে।
২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৭
বোবাকান্না বলেছেন: সেতু দিয়ে মানুষ কী করবে যদি তিনবেলা ঠিক মতো না খেতে পারে, দু'পয়সা জমিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে না পারে
৫| ২০ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২২
অক্পটে বলেছেন: বোধহয় দূর্ণীতির পাগলা ঘোড়ার লাগাম টানতে গেলে সরকারই টিকবেনা।
২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৮
বোবাকান্না বলেছেন: এই ধারণা করে থাকলে তাহলে দেশের বারোটা বাজবেই
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪১
নতুন বলেছেন: দুর্নীতির উৎস বন্ধ না করে হুন্ডি ঠেকাও পদ্ধেতিতে বাংলাদেশ আদৌ কী বিদেশে অর্থপাচার ঠেকাতে পারবে?
হুন্ডি ঠেকাও হইলো রোগীর মাথায় পানি পোট্টি দেবার মতন। আসল রোগের চিকিতসা না করে শুধু মাথায় পানি পট্টি দিলে রোগীর উন্নতি হবেনা।
আরেকটা বিষয় হইলো বিদেশ থেকে টাকা পাঠানোর পদ্বতীগুলি সহজ না। আমি একজনকে হোয়াটসএপপ এ ম্যাসেজ দিয়ে বলে দিলেই আমার দেশের একাউন্টে/বিকাশে টাকা চলে যাচ্ছে, পরে আমি এখানে তাকে মুদ্রা দিয়ে দিচ্ছি।
সরকারের উচিত টাকা পাঠানোর বিয়ষটা আরো সহজ করা যাতে মানুষ তার নিজের ফোন থেকে টাকা পাঠাতে পারে, বা অন্য কোন আরো সহজউপায়ে টাকা পাঠাতে পারে।