![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেমে এসো বৃষ্টি
নেমে এসো বৃষ্টি অঝোর ধারায়
তোমারই ছোঁয়াতে মন ভেজাবো
নেমে এসো বৃষ্টি হিমেল হাওয়ায়
তোমারই বুকেতে মুখ লুকাবো।
অবারিত সুখেরই পথে
নিজেকে আবার হারাবো
তোমাকে আবার ভাসাবো।।
তোমারই আশায় ধরণী বুকে
দিন গুণে মরে চাতক পাখি
তেমনি করে তৃষ্ণা নিয়ে
তোমারই পানেতে ফিরে এসেছি।।
বেদনারা সব সুখ হয়ে যায়
একটি পলকের একটু দেখায়
এককী প্রহর আজ কাটেনা
আমারই নীল আকাশেতে সবটা তুমি।।
কথা, সুর, কণ্ঠ: তরুন
এ্যালবাম: সীমানা (ব্যান্ড মিক্সড)লিসেন এ্যান্ড ডাউনলোড লিংক
©somewhere in net ltd.