নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Duronto Pothik

Duronto Pothik

দুরন্ত পথিক অপূর্ব

..স্বাভাবিক সাধারণ হারিয়ে যাওয়াপ্রবণ ছেলে আমি_ :)

দুরন্ত পথিক অপূর্ব › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেনটাইন খুজছেন নাকি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

হঠাৎ কাউকে দেখে আপনার খুব পছন্দ হল। সাথে সাথে আপনি ভাবা শুরু করলেন, "তাকে যদি আপনি পান, আপনি সুখে থাকবেন"



আপনার কিন্তু এখনও বিয়ের বয়স হয়নি। তার মানে ভবিষ্যতে যাই হোক, আপাতত তাকে আপনি 'প্রেমিক/প্রেমিকা' হিসেবে চান ...



...শুরু হল বিভিন্নভাবে তার প্রতি আপনার ভালবাসার প্রকাশ;



"তাকে ছাড়া আপনি বাচবেন না, তাকে না পেলে আপনি আত্মহত্যা করতে পারেন, ব্লেড দিয়ে অনায়াসে হাত কাটতে পারেন"



কথাগুলো কিন্তু এখন সত্য না .. কারণ হঠাৎ দেখা কারোর উপর গভীর কোন আবেগ জন্মানো সম্ভব না



মেয়েটা আপনার এই পাগলামু দেখে হাসিমুখেই নিজেকে আপনার হাতে তুলে দিল। শুরু হল সম্পর্ক ...



প্রথম কয়েকদিনে আপনার চেহারাতে ঝিলিক দিচ্ছে; মনে শান্তি থাকলে চেহারা ভাল হয়ে যায়। তার সাথে প্রতিদিন দেখা করেন, কথা বলেন, সবকিছু শেয়ার করেন; মানে এক কথায় আপনাদের মধ্যে ভালবাসার আদান প্রদান বেশ ভালই চলছে ...



নিজেদের মধ্যে এমন আলগা ইনজয় বেশ অনেকদিনই হল। রিলেশনের কয়েকদিনের মাথায় সেই ঘুরতে যাওয়া, একান্তে সময় কাটানোর প্রতি আপনার আর তেমন টান নেই;



...তখন শুরু হবে দায়িক্তবোধের পরিক্ষা; 'কে কতটা কেয়ার নেয়, খোজ রাখে'



হঠাৎই আপনার কাছে আপনার কাজগুলো কমপোলসারি সাবজেক্ট হয়ে উঠবে আর সে, ফোর সাবজেক্ট। এর মানে কিন্তু এই না যে আপনি তাকে দুরে সরিয়ে দিচ্ছেন। কিছুদিন আগে তাকে পাওয়াটা মেইন সাবজেক্ট ছিল, কিন্তু কাজ না করলে খাবেন কি?



... তখন শুরু হবে আলতো কথা কাটাকাটি। সেখান থেকেই mis-understanding



কেমন যেন মনে হবে, সে প্রেমিক/প্রেমিকা হিসেবে চলে, কিন্তু তাকে নিয়ে লাইফ কাটানো যায় না; মানুষটা তেমন না ...



"সময়টা এমন আসবে, তাকে আপনি রাখতেও পারবেন না, ছাড়তেও পারবেন না"



এর কারণ... আপনার সেই প্রথম দিনের পাগলামী থেকে আজ পর্যন্ত, অনেক ঘটনা ঘটেছে এবং অনেক মুহুর্ত কাটয়েছেন তার সাথে; সৃষ্টি হয়েছে স্মৃতির। আর সেগুলো ঘুরে ফিরবে বারবার



"তাকে ছাড়া আপনি বাচতে পারবেন না, আত্মহত্যা করবেন তাকে ছাড়া" .. টাইপ কথাগুলো প্রথমদিন নিতান্ত পাগলামী হলেও, আজ তা সত্য;



...শুরু হবে আপনার মধ্যে হতাশা এবং অনিচ্ছাকৃত আরও অনেককিছুই ঘটবে, যা আপনি একদমই চান না



--- ---



এবার একটু পেছনে ফিরে আসেন, আপনি আজকে বুঝতে পারছেন... "সে প্রেমিক/প্রেমিকা হিসেবে ভাল, কিন্তু জীবনসঙ্গী না"



কিন্তু এই কথাটাই যদি, তার সাথে পরিচয় হবার দিন ভাবতেন, তবে আপনার জীবনটা আজকের পর্যায়ে আসত না;



প্রশ্নটা নিজেকে এবার করুন.. সামনে তো ভ্যালেনটাইন ডে এর নাম করে নিজের ভ্যালেনটাইন খুজে বেড়াচ্ছেন; তো ... কাউকে সামনে পেলে আপনার প্রথম ভাবনাটা কি হবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.