নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাবধান! আমি সার্থপর ।

আমি যখন আমাকে নিয়ে বলব তখন আমার ভাল দিক গুলিই বলব ।

মোঃ তুহিন পারভেজ

আমি যখন আমাকে নিয়ে বলব তখন আমার ভাল দিক গুলিই বলব ।

মোঃ তুহিন পারভেজ › বিস্তারিত পোস্টঃ

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং আমার কিছু কথা

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মা-গো তাই তোমায় ভালোবাসি

অনেকবার বলতে চেয়েছি, কোন বিশ্ব রেকোর্ড বা বিশ্ব কাপ জয় আমার বাংলাদেশ কে সোনার-বাংলাই রুপান্তর করতে পারবে না।

বাংলাদেশ কে সোনার বাংলাদেশে পরিবর্তন করতে হলে দরকার একজন সৎ পরিচালক। শুধু বাঙ্গালিই না, কোন জাতিই "আইন-নিয়ম" এর ব্যবহার ছাড়া ভালো আচরন করে না।

আমরা মানুষ, আমাদের কাছ থেকে ভালো কিছু করতে আশা করতে হলে আমাদেরকে আইনে বা নিয়মে ফেলতে হবে।

আমি বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান পরিবর্তনের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়া সম্ভব। কিন্তু বিশ্বাস করেন, খুব অল্প সংখ্যক লোক আছেন যিনারা কিনা নিজের অবস্থান সঠিক যায়গায় দাড় করাবেন। কিন্তু বেশির ভাগ লোকোই স্বাভাবিক আচরন করবেন।
আর বর্তমান সময়ের স্বাভাবিক আচরন গুলোর মধ্যে অন্যতমঃ ঘুষ, অপ-রাজনিতি, অসৎ ব্যবসা ইত্যাদি।

রাজনীতি শব্দের ব্যাখ্যা হচ্ছে, সব নীতির সেরা নীতি - রাজনীতি। আর আমাদের সোনার বাংলার রাজনীতিবিদ দের "নীতি" ত আমরা নিয়মিতই দেখছি।

যাইহোক, স্বাধীন বাংলার শুভেচ্ছা সবাইকে, শুভ বিজয় দিবস। আমিও আপনার মত বিশ্বাস করি আমার বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশ হবে - ইনষা আল্লাহ্‌।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.