নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

বীভৎসতা থেকে মুক্তি মিলছে না

২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০১

দীর্ঘ আড়াই মাসেরও বেশী সময় ধরে চলছে অবরোধ। থেমে থেমে হলেও ৭২ ঘণ্টা/৩৬ ঘণ্টার বিরতিহীন হরতালের ঘোষণা দিচ্ছে আন্দোলনকারী জোট। এ পরিস্থিতিতে শ্রমজীবী মানুষ যারা দিনে আনে দিন খায় তারা কতদিন রোজগারহীন হয়ে ঘরে বসে থকবে? তাই তারা বাধ্য হয়েই কাজে বের হচ্ছে। এদের কেউবা বালুবাহী ট্রাকে কাজ করে কেউবা গার্মেন্টসে শুধুমাত্র স্ত্রী সন্তান বা আত্নীয় পরিজনদের মুখের আহার জোগাতে। এখনও তারাই চলমান রাজনৈতিক আন্দোলনের নামে নারকীয় সহিংসতার শিকার হচ্ছে। তাদেরই মাঝ থেকে কেউ কেউ প্রায় প্রতিদিনই আগুনে দগ্ধ হওয়ার পর পৃথিবী থেকে চির বিদায় নিচ্ছে। এসব শ্রমজীবি মানুষের তো কোন অপরাধ থাকার কথা না। অথবা তারা কেউ রাজনিতির শত্রু নয়। কেন তাদের পুড়িয়ে মারার অমানবিক বীভৎসতা চলছে? রাজনৈতিক আন্দোলনের নামে চলমান এ বীভৎসতা থেকে মানুষ মুক্তি চায়!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৫

হাসানুর বলেছেন: সাধারন জনগন মেরে গনতন্ত্র প্রতিষ্ঠা ! কি আদ্ভুত চিন্তা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.