নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ঘোষণা ২০১৫

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩১

স্বাধীন দেশে ৪৬ বৎসর পরেও আমরা রাজনীতিবিদদের ক্ষমতার বিলাসী স্বপ্নের কাছে পরাধীন। চারিদিকে দেশ ধ্বংসের আর ৭১ এর ন্যায় ক্ষমতায় যাওয়া ও থাকার জন্য মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা দৃশ্যে নির্বাক অসহায় মানুষের কান্না। বিত্তশালী রাজনীতিবিদদের হেয়ালী ঘোষণায় বিলাসী জীবন যাপনে আর তামাশার প্রহসনে আমাদের সাধারণ মানুষের রুজি-রুটি বন্ধ। আজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী ঘরবন্দী। রপ্তানী বন্ধ, ব্যবসা বন্ধ। দেশের ব্যবসা পাঠিয়ে দিচ্ছি অন্য দেশে। স্বাধীন দেশে আজ শিশুরা বোমা আতংকে স্কুলে না যেয়ে বাসায় বন্দি আর দেখছে বাবা মার বোবা কান্না। স্বাধীন দেশে থেকেও ক্ষমতালোভী রাজনীতিবিদদের ইচ্ছার কাছে আমরা কত অসহায়। ৭১এ পাকিস্তানী হানাদাররা আমাদের গুলি করে হত্যা করেছে আর আমরা স্বাধীন দেশে নিজ ভাই-বোন সন্তানদের পুঁড়িয়ে হত্যা করছি। বার্ণ ইউনিটে পোড়া মানুষের আহাজারি নিয়ে তামাশা করছি। ধ্বংসের প্রান্তে বাংলাদেশকে পৌছে না দিতে আজ বড্ড প্রয়োজন ১৯৭১ এর ন্যায় নতুনভাবে রাজনৈতিক পরাধীনতার কাছ থেকে আমাদের সাধারণ মানুষের মুক্তির স্বাধীনতার ঘোষণা আর নতুনভাবে বাঁচার মুক্তিযুদ্ধ ২০১৫।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০০

প্রবালরক বলেছেন: তার মানে আমরা এখনো স্বাধীন হইনি। 'আমরা স্বাধীন' বলে রাজনীতিবিদেরা আমাদেরকে মিথ্যা কথা শোনাচ্ছে।
তরুন প্রজন্মের একজন চিন্তাবিদ কথায় কথায় একদিন সংশয় প্রকাশ করেই ফেলল এই বলে যে - আপনারা কি সত্যিই স্বাধীনতা যুদ্ধ করেছিলেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.