নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে সক্রিয় রেখে কোনভাবেই দেশের উন্নয়ন সম্ভব নয়

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৯

"আমরা কি ভুলে গেলাম সেই অস্বাভাবিক দিনগুলোর কথা? বাংলাভাই গাছে ঝুলিয়ে মানুষের চামড়া তুলে নিয়েছে, হাত-পা, মাথা কেটেছে। রাষ্ট্রক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্র মন্ত্রী বলেছে, ‘বাংলাভাই নামে কেউ নেই, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি’। আমরা কি ভুলে গেলাম, রমনার বটমুলে পহেলা বৈশাখে বোমা হামলার কথা, সিপিবি’র জনসভায় বোমা হামলার কথা, নারায়ণগঞ্জ আওয়ামীলীগ অফিসে বোমা হামলার কথা, ময়মনসিংহে সিনেমা হলে বোমা হামলার কথা, একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলার কথা? আমরা কি ভুলে গেলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, আহসানউল্লাহ মাস্টার, শাহ এসএম কিবরিয়া, আইভি রহমানের উপর বোমাহামলা, গ্রেণেড হামলা করে হত্যা করার কথা? ভুলে গেলাম কি, একসময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার উপর গ্রেণেড হামলার কথা? গ্রেণেড হামলা করে সেই দোষ আওয়ামীলীগের উপর চাপানোর কথা? জজ মিয়া নাটক সাজানোর কথা? আমরা কি ভুলে গেলাম, বগুড়ার অবৈধ অস্ত্র চালান ধরা পড়ার কথা, পুরুলিয়ায় অস্ত্রের চালান ধরা পড়ার কথা, চট্টগ্রামে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবৈধ অস্ত্রের চালান ধরা পড়ার কথা? আমরা কি ভুলে গেলাম, বিএনপি-জামাতের পৃষ্ঠ পোষকতায় বাংলা ভাই, জেএমবি, হুজি, হিজবুতদের জঙ্গিবাদী তালেবানী সন্ত্রাসীদের উত্থানের কথা? কেমন ছিল সেই দিনগুলো? কেমন অবস্থার মধ্য দিয়ে গিয়েছিল তখন দেশ? বিএনপি-জামাত জোট অস্বাভাবিক এক অপ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করেছিল দেশে। সেই জঙ্গিবাদী অপতৎপরতা বন্ধ হয়েছে, দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, পদ্মা সেতুর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, কিন্তু নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, আইসিটির উন্নয়ন হয়েছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। এই মুহূর্তে দেশের কিছু বিশিষ্ট ব্যক্তিরা বলতে চাচ্ছেন, ‘দেশ অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে’। পরিস্থিতি ও পরিপ্রেক্ষিত বিবেচনায় তাদের বলা উচিত ছিল, বিএনপি-জামাতের অস্বাভাবিক করাল গ্রাস থেকে মুক্ত হচ্ছে দেশ। বিএনপি-জামাতের কর্মকাণ্ডকে কোনভাবেই সুস্থ ধারার রাজনীতি বলা যায়না। তাদেরকে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ সম্ভব নয়। সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে হলে তাদেরকে পরিহার করতে হবে, তবেই দেশের উন্নতি সম্ভব।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৭

যোগী বলেছেন:
পুরাই ১০০% সহমত

২| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৯

এরশাদুর রহমানা বলেছেন: কিন্তু কিভাবে তা তো বললেন না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.