![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নানা প্রতিকূলতার মধ্যেও প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রয়েছে। আর সেই ধারাতেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের এ্যাপারেল সেক্টরের অগ্রগতি বাড়ছে এবং ভবিষ্যতেও বাড়তে থাকবে। আমরা আশা করছি ২০৫০ সালে দেশের এ্যাপারেল সেক্টর থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব হবে। রানা ট্র্যাজেডির পর সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। বিদেশী সংস্থাগুলোও তাদের সহযোগিতার বৃদ্ধি করেছে। সরকারের বিভিন্ন পদক্ষেপে আইএলও সন্তোষ প্রকাশ করেছে। এমন সব ঘটনার পরও বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বাংলাদেশের উন্নয়নের খবর প্রকাশিত হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এ্যাপারেল সেক্টর একটি ট্রেনিং বেইজ প্রতিষ্ঠান। এখানে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, কোম্পানির কর্ম পরিবেশ সম্পর্কিত বিষয়গুলোতে গুরুত্ব দেয়া উচিত। এই গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যম প্রশিক্ষিত শ্রমিক তৈরি করা সম্ভব হবে। দক্ষ শ্রমিকের মাধ্যমে এ খাতের উৎপাদন বাড়বে। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতে শেয়ার ৫ শতাংশ। ৫০ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করতে হলে এই হারকে ৮ শতাংশে উন্নীত করতে হবে। আর এই লক্ষ্যমাত্রা অর্জনে সিইবিএআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশে চলমান উন্নয়ন অগ্রগতির ফলে আমাদের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ভাল।
©somewhere in net ltd.