![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীঘ্রই সরকারী চাকরিজীবীদের ন্যায় প্রবাসীদের জন্য পেনশন স্কিম চালু করা হবে। পেনশন স্কিম চালুর জন্য পৃথক একটি নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন গবর্নর। এজন্য যতদিন রেগুলেটরি সংস্থা গড়ে তোলা না যাচ্ছে, ততদিন কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী আছে। পেনশন স্কিম চালুর বিষয়ে সরকারকে খুব তাড়াতাড়ি কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করবে বাংলাদেশ ব্যাংক। অধিকাংশ প্রবাসী যা আয় করেন, তার পুরোটাই দেশে পাঠিয়ে থাকেন। এতে দেখা যায়, তিনি যখন দেশে ফিরে আসেন, তখন তার হাতে কোন টাকা থাকে না। এজন্য প্রবাসীরা যে রেমিট্যান্স পাঠান এর থেকে কিছু অংশ কেটে রেখে যদি পেনশন স্কিম চালু করা যায়, তাহলে প্রবাসীরাও যেমন লাভবান হবেন, তেমনি তাদের পেনশনের অর্থ দিয়ে বড় তহবিল তৈরি হবে, যা অবকাঠামো খাতের বড় প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগ করা যাবে। আর এমন লক্ষ্যে সামনে নিয়েই সরকারের পরিকল্পনায় প্রবাসীদের জন্য পেনশন স্ক্রিম চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
©somewhere in net ltd.