![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো সাথে কোন আলোচনা ছাড়াই হঠাৎ কোন পরিকল্পনা ছাড়াই খাম্বাম্মা অনিদ্দিষ্টকালের জন্য অবরোধ ডেকে অবরুদ্ধ নাটক সাজিয়েছিল, যে অবরোধ এখনও চলছে। অবরোধের ১০০ দিনে ১৮৫ জনকে পেট্রলবোমায় হত্যা করেছে খাম্বাম্মার ভাড়া করা পেট্রলবোমা সন্ত্রাসীরা। আর সেই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পেট্রলবোমা সন্ত্রাসীদের সাথে বিএনপির তৃণমূল কর্মীরাও মামলার শিকার হয়ে বাড়িঘর ছাড়া হয়েছে। খাম্বাম্মার হঠকারি একক সিদ্ধান্তের কারণে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, মানুষের জীবন হানি ঘটেছে, আতংক সৃষ্টি হয়েছিল এবং বিএনপির তৃণমূল কর্মীরাও মামলা কাঁধে নিয়ে ফেরারী জীবনযাপনে যেতে বাধ্য হয়েছে। এখন আর কোন তৃণমূল কর্মী বিএনপির হঠাকারী সিদ্ধান্তের দায় বহন করতে চায় না। নতুন করে তারা আর কোন ঝামেলায় জড়াতে চায় না। তাই তারা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনী এজেন্ট হতেও অপারগতা প্রকাশ করছে। খাম্বাম্মা মানুষ হত্যা করে এখন আবার গলাবাজি করছে, নীরব প্রতিশোধ নিন। কিন্তু বিএনপির তৃণমূল কর্মীরাই যে নীরব প্রতিশোধ নিতে শুরু করেছে, সেটা কি খাম্বাম্মা খুঁজে দেখেছেন? নীরব প্রতিশোধ নিন। জঙ্গিনেত্রী পেট্রল সন্ত্রাসের মদদদাতা খাম্বাম্মার মনোনীত প্রার্থীদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করুন। ভোট দিয়ে আর পেট্রল সন্ত্রাসীদের উৎসাহিত করবে না, এদের বর্জন করুন।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৭
চাঁদগাজী বলেছেন:
ভোটের মাধ্যমে, না লাঠির মাধ্যমে?