![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় কর্মচারী রাজ্জাককে সবাই ওর দায়িত্বপরায়নতার জন্য খুবই স্নেহ করে । ও সবার প্রিয় মুখ হলেও খেয়াল করলাম ও সবসময় খুব মলিন মুখে থাকে । এ ব্যাপারে তাকে অনেক জিজ্ঞাসাবাদের পর সে তার নিজ পরিবারের করুন কাহিনী বললে, আমি চোখের পানি সংবরণ করতে পারিনি । সবার প্রিয় রাজ্জাকের বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন । এলাকার সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন হলেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট না নিয়েই স্বাধীনতার ১৩ বছর পর তার ৮ সন্তানকে রেখে মৃত্যুবরণ করেন । ৮ ভাই মিলে একান্নবর্তী পরিবারটি হঠাৎ করেই বাবার মূত্যুর পর অত্যন্ত অসহায় হয়ে পড়ে । বাবা তার মুক্তিযোদ্ধা পরিচয় এবং প্রিয় মাতৃভুমি ছাড়া সন্তানদের জন্য কিছুই রেখে যেতে পারেননি । এরই মধ্যে রাজ্জাকের বড় সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নিলে দারিদ্রের কষাঘাতের সাথে রাজ্জাকের সন্তান ও তার পরিবারের প্রতি অন্য সব ভাইয়ের চরম ঘৃণা আর অবহেলা বেড়ে যায় । সবাই বলতেন অভিশাপের জন্য তার সন্তান জন্ম হয়ে প্রতিবন্ধী । রাজ্জাকের শিশু সন্তান অন্য বাচ্চার ন্যায় কান্নায় গড়াগড়ি করলেও তার সন্তান, রাজ্জাকের স্ত্রী ও তার কপালে জুটেছে ঘৃণা, গালিগালাজ আর তাচ্ছিল্য ও অবহেলা ।দিনের পর দিন এ অপমান সহ্য করতে না পেরে অনেক কষ্টে ধার দেনা করে রাজ্জাক দক্ষিনখানে এক টুকরো জমি কিনে চাল দিয়ে ঘর তুলে তার স্ত্রী, প্রতিবন্ধী ১৬ বৎসরের সন্তান নিয়ে বর্তমানে একসাথে থাকে । রাজ্জাকের কষ্ট তার বাবাকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে সবাই জেনেও এ স্বাধীন দেশে শুধু সার্টিফিকেটের জন্য কোন ভাতা পায়নি । অথচ পাকিস্তানে বন্দী অনেক রাজাকাররা দেশের মন্ত্রী হয়ে ধনী হয়েছেন, হচ্ছেন তাদের সার্টিফিকেট লাগে না । জনগনের সেবার সার্টিফিকেট নিয়ে তারা রাজনীতিবিদরা স্বাধীন দেশে মানুষ হত্যা করছেন । মানুষ পুড়িয়ে আর দেশ ধ্বংস করছেন ক্ষমতার জন্য । স্বাধীনতা যুদ্ধে রাজাকার আর তাদের পরিবার দেশের বিরুদ্ধে কাজ করেও আজ তারা দেশে প্রতিষ্ঠিত । তারা গণহত্যা করেও অভিশপ্ত নয় অথচ বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়েও সে আজ তার প্রতিবন্ধী সন্তানের জন্য সবার নিকট অভিশপ্ত আর চরম দারিদ্রতায় ধুকছে । যারা তাদের সব থেকেও শুধু ক্ষমতার জন্য মানুষ মারছে, যাদের আগুনে দেশ পুড়ছে তারা অভিশপ্ত নয় ? রাজ্জাক ভাবে তার ন্যায় গত ২ বৎসরে ৪০০০ পোড়া যানবাহনের মালিক, চালক, প্রায় ৪ শত আগুনে পোড়া মানুষের পরিবার, ক্ষতিগ্রস্থ কারখানা ব্যবসায়ীরাই কি শুধু অভিশপ্ত ? নিশ্চয়ই রাজ্জাকের বাবা বীর মুক্তিযোদ্ধা সৈনিক হলেও জীবন যুদ্ধে পরাজিত সন্তান ও দেশের আগুনে পোড়া অভিশপ্ত জীবন দেখতে চাননি । সব দেশের জন্য দিয়ে তার নিঃস্ব বাবা সুখী দেশের এ ক্ষত নিশ্চয়ই দেখতে চাননি ।
©somewhere in net ltd.