![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইয়েমেনে যুদ্ধ লাগার পর সেখানে অন্তত ৬০০ বাংলাদেশি আটকা পড়েছিল। দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরকার গভীর সংকটে পড়ে। তবে সরকারের গৃহীত ত্বরিত কিছু সিদ্ধান্তের কারণে এবং ঐকান্তিক প্রচেষ্টায় এ পর্যন্ত কয়েক দফায় ৫৩৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। বাকিদেরও দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনা হবে। আসলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে ইয়েমেন থেকে বাংলাদেশীসহ অন্য বিদেশি নাগরিকদের উদ্ধার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে উদ্ধারের সাথে জড়িত ব্যক্তিরাই ঝুঁকির মুখে পড়ছে। তারপরও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হাল ছাড়েনি। ভারত ও আইওএমের সহায়তায় বেশির ভাগ বাংলাদেশীকেই ফেরত আনা সম্ভব হয়েছে। যুদ্ধ লাগার পর দেশে অবস্থান করা ইয়েমেনে আটকেপড়া বাংলাদেশিদের আত্মীয়স্বজনরাও ছিল উদ্বেগ-উৎকণ্ঠায়। তারা তাদের পরিবারের সদস্যদের ফেরত পাওয়ায় যে কি খুশি হয়েছে সেটা ভাষায় বলে বুঝানো যাবে না।
©somewhere in net ltd.