নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

কেনিয়ার সাফারী পার্ক, ইউরোপের রোপওয়ে এখন বাংলাদেশে আছে। দেশে এত সুন্দর আন্তর্জাতিক মানের আকর্ষনীয় দর্শনীয় স্থান আছে দেশের আমরা কজন জানি?

০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:০৫

সেদিন গাজীপুরে অবস্থিত সাফারী পার্কে গিয়ে অভিভূত হয়েছি। কেনিয়ায় এ ধরণের সাফারী পার্কে লাখো লাখো ইউরোপীয় পর্যটকরা ভ্রমণ করে থাকেন। অথচ এ দেশে আন্তর্জাতিক মানের এত সুন্দর স্থান রয়েছে দেশের মানুষই জানি না, বিদেশি পর্যটকতো দূরের কথা। এজন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করার জন্য ব্যাপক প্রচারণা প্রয়োজন।
আকর্ষনীয় সাফারী পার্কটি দক্ষিণ এশীয় মডেল বিশেষ করে থাইল্যান্ডের সাফারী ওয়ার্ল্ড এর সাথে সামঞ্জস্য রেখে স্থাপন করা হয়েছে। এছাড়াও ইন্দোনেশিয়ার বালি সাফারী পার্কের ধারণাও এতে সন্নিবেশিত করা হয়েছে। সাফারী পার্কের চারদিকে নির্মাণ করা হয়েছে স্থায়ী ঘেরাও, যার মধ্যে দেশি/বিদেশি বন্যপ্রাণীর বংশ বৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ সৃষ্টি করা হয়েছে যাতে পর্যটকগণ চলমান যানবাহনে অথবা পায়ে হেঁটে ভ্রমণ করে শিক্ষা, গবেষণা ও চিত্তবিনোদনের সুযোগ লাভ করতে পারবেন। পার্কটিতে প্রটেকটেট মিনিবাসে চড়ে প্রাকৃতিক পরিবেশে বিচরণরত বাঘ, সিংহ, হাতি, সাম্বার, মায়া হরিণ, চিত্রা হরিণ, বানর, হনুমান, ভল্লুক, গয়াল, কুমির ও বিচিত্র পাখি দেখতে পাবেন। লেকের ধারে দেখতে পাবেন অসংখ্য অতিথি ও জলজ পাখি। পর্যবেক্ষণ টাওয়ারে উঠে বনাঞ্চলের নয়নাভিরাম সৌন্দর্য ও বন্যপ্রাণী অবলোকন করতে পারেন। পাখিশালায় দেখতে পাবেন দেশি বিদেশি অসংখ্য পাখি। এছাড়া বেস্টনীতে রয়েছে বিরল প্রজাতির প্যারা হরিণ। রাত্রিযাপনের জন্য রয়েছে বিশ্রামাগার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.