![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ আওয়ামী লীগের হাতে যেমন ব্যক্তিক ও রাষ্ট্রিক স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত, তেমনি মানুষের মৌলিক মানবাধিকার তথা গণতান্ত্রিক অধিকারও সুরক্ষিত আওয়ামী লীগের হাতেই। বিগত ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচনে তা আরেকবার প্রমাণিত হলো। তিন সিটিতেই জিতল দলটির সমর্থিত প্রার্থীগণ ঢাকার দক্ষিণে জিতেছেন অপেক্ষাকৃত তরুণ এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান সাঈদ হোসেন খোকন; ঢাকার উত্তরে একেবারে মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা চৌকস আনিসুল হক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনেও মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা সাহসী রাজনীতিক আ জ ম নাছির উদ্দিন। পক্ষান্তরে পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে হত্যার ব্যাকগ্রাউন্ড নিয়ে হেরেছেন সাঈদ খোকনের সঙ্গে বিএনপির মির্জা আব্বাস (অঢেল সম্পদের মালিক); আনিসুল হকের সঙ্গে একই ব্যাকগ্রাউন্ড থেকে আসা এবং জামায়াতী পরিবারের জামাই (যুদ্ধাপরাধী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার মীর কাশেম আলীর ভাই রাজাকার মীর ইস্কান্দর আলীর মেয়ের জামাই তাবিথ আউয়াল (অঢেল অর্থ-সম্পদের মালিক আবদুল আউয়াল মিন্টুর ছেলে) এবং চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনেও বিএনপি সমর্থিত বিগত ছয় বছরের মেয়র মনজুর আলম। ১৯৯৬-২০০১ এবং ২০০৯ থেকে আজতক শেখ হাসিনার নেতৃত্বে রাজধানী ঢাকা, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়নের কথা, এসবও মানুষ ভুলতে পারে না। মানুষ ভোলেনি বলেই ২০০৮ সালের ২৯ ডিসেম্বর বা ২০১৪-এর ৫ জানুয়ারির নির্বাচনে মানুষ শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে ব্যাপক ভোট দিয়েছে। শেখ হাসিনাও মানুষের বিশ্বাসের মর্যাদা সমুন্নত রেখেছেন। আজ দেশের জিডিপির ক্রমবর্ধমান বৃদ্ধি; বিশাল উন্নয়ন বাজেট, মূল্যস্ফীতি হ্রাস, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি, জানুয়ারির ১ তারিখেই বিনামূল্যে ৩৪ কোটি পাঠ্যবই বিতরণ এ সব কি ভোলা যায়? আজ রাজধানীতে হাতিরঝিলের মতো বিনোদন কেন্দ্র কিংবা ফ্লাইওভারে ফ্লাইওভারে ঢাকার চালচিত্রই পাল্টে গেছে। (চলবে...............)
২| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কয় মণ গাঞ্জা খাইলে এমন চেতনাবাজ হওয়া যায়!!!!????
ছিঃ
সত্য আর মিথ্যার প্রভেদ করতে পারেনা যারা তারা মানুষ পদবাচ্য নয়। দিনদুপুরে অনির্বাচিত স্ভৈরাচারের ভোট ডাকাতিকে যারা বলে গণতন্ত্রের জয়- তাদের বোধ বুদ্ধি যে চামচামীর অন্ধ গলিতে বন্ধক রাখা তা নিয়ে সন্দেহ নাই!!!!!!!!
শেইম ম্যান!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:১৯
বাংলার চিঠি বলেছেন: “বাংলাদেশ আওয়ামী লীগের হাতে যেমন ব্যক্তিক ও রাষ্ট্রিক স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত, তেমনি মানুষের মৌলিক মানবাধিকার তথা গণতান্ত্রিক অধিকারও সুরক্ষিত আওয়ামী লীগের হাতেই। বিগত ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচনে তা আরেকবার প্রমাণিত হলো”
আসলেই প্রমাণ হয়েছেতো ভাই? বুকে হাত দিয়ে ভেবে বলুনতো? তাহলে বরিশালের হিরণ ভাই কেন মারা গেলেন?
আওয়ামী লীগকে ভালোবাসলে দয়া করে দলের নেতাদের বা নেত্রীর ভুলটাও ধরিয়ে দিন, চামচ হবেন না কেউ। আপনাদের চামচামির জন্যই একদিন আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হবে। তিন
সিটি নির্বাচন - জনগণের ভোটের অধিকার নিয়ে একটা ফাজলামো ছাড়া কিছুই ছিলনা। এটাই চরম সত্য। আপনি শিরোনাম দিতে পারতেন জিতেছে আওয়ামী লীগ হেরেছে গণতন্ত্র।