নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণ অঞ্চলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ সরকারের

০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৪



বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের ৫০ লাখ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা (২০ কোটি মার্কিন ডলার) ঋণ দিচ্ছে সংস্থাটি। এ লক্ষ্যে সংস্থাটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। নতুন জীবন শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। দারিদ্র্য ম্যাপ অনুযায়ী যেসব এলাকায় দারিদ্র্যের হার বেশি সেসব এলাকা এ প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন কার্যক্রম আরও ত্বরান্বিত করবে। বর্তমানে দারিদ্র্য নিরসনে সরকারের সাফল্য উল্লেখযোগ্য। এ সাফল্য ধরে রাখতে নতুন জীবন প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। দারিদ্র্যদের জীবনমান উন্নয়ন প্রকল্প ‘নতুন জীবন’ এর আওতায় এসব অর্থ দেশের ২২ জেলার দরিদ্র মানুষের জন্য ব্যয় করা হবে। বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সমিতি এ ঋণ সরবরাহ করেছে। দ্রুত দারিদ্র নিরসনে বাংলাদেশ-বিশ্বব্যাংক একসঙ্গে কাজ করবে এবং একই সঙ্গে সুশাসন ও দুর্নীতিবিরোধী ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে প্রতিটি ডলারই দরিদ্র জনগণকে সাহায্যের কাংখিত লক্ষ্যে ব্যবহৃত হয়। বাংলাদেশে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) দারিদ্র্য নিরসন সূচকে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এক দশক ধরে বার্ষিক উৎপাদন প্রবৃদ্ধি ৬ শতাংশের মধ্যে রয়েছে। এ প্রবৃদ্ধির কারণে এক দশকে ১ কোটি ৬০ লাখ লোকের দারিদ্র্য দূর হয়েছে। প্রস্তাবিত ও চলমান ঋন সহায়তা দেশের দারিদ্র্য দূরীকরণে সহায়ক ভুমিকা রাখবে।




মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.