নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

যারা মা-সন্তানের মধুর সম্পর্কের ভিতর পুঁজিবাদী যান্ত্রিকতা আর পণ্য-মানসিকতা ঢুকিয়ে সমাজকে কলুষিত করতে চায় আজীবন ঘৃণা করতে চাই সেই পুঁজিবাদী সমাজকে

১৪ ই মে, ২০১৫ বিকাল ৪:০০

মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না আমার মা… কথাটি চিরন্তন, শ্বাশত। মায়ের সেবা করা পরম ধর্ম। মাকে ভালোবাসার জন্য কি কোন দিবসের প্রয়োজন হয়, নাকি মায়ের ভালোবাসা পাবার জন্য দরকার আছে মা দিবস। ৫০ বছর বয়সেও তো বড়দাকে দেখতাম আমার মায়ের কাছে ৫ বছরের শিশু পুত্রের মতো। মায়ের অনুমতি ছাড়া সে বিলেত যাবে না, দরকার হলে স্কলারশিপ বাতিল করবে! গেল বটে প্রতিদিন একবার মায়ের সাথে ফোন করে সোহাগ বিনিময়! এই হচ্ছে বাঙালি, এই হচ্ছে বাঙালি সংস্কৃতি। যে খানে ৭০ বছর বয়সেও সন্তান মায়ের কাছে থাকে, ৭ বছরের শিশুর মতো। তাই আমাদের কোন মা দিবসের দরকার নেই, এটা বরং তারাই পালন করুক, যারা ইউরোপীয় সংস্কৃতির আদলে এখানে তৈরি করেছে বৃদ্ধাশ্রম। আমরা বরং আমৃত্যু মায়ের কাছে শিশু হয়েই থাকতে চাই এবং সেই মায়ের নামে শপথ নিয়ে বলতে চাই আজীবন ঘৃণা করব সেই পুঁজিবাদী সমাজকে, যারা মা-সন্তানের মধুর সম্পর্কের ভিতরও পুঁজিবাদী যান্ত্রিকতা আর পণ্য-মানসিকতা ঢুকিয়ে দিতে চায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৪:০৫

আহলান বলেছেন: হুমমম .... বণিজ্য ভাবনা থেকেই মূলত এসবের উৎপত্তি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.