![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহানন্দা নদীর ওপর দীর্ঘ প্রতীক্ষিত মহানন্দা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করাসহ ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নয়নে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, কানসাট-রোহানপুর-ভোলাহাট সড়কের উন্নয়নকাজ, পদ্মা নদীর ভাঙ্গন থেকে জেলার আলাতুলি এলাকা রক্ষায় গৃহীত প্রকল্প এবং চাঁপাইনবাবগঞ্জ ১০০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দ্বিতীয় মহানন্দা সেতু উদ্বোধনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়নের পাঁচ লাখের বেশি লোক উপকৃত হবে। উপেক্ষিত বিশাল চর এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার পূর্ববর্তী মেয়াদে সেতু নির্মাণের উদ্যোগ নেয় এবং ২০১১ সালের ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাহেবের ঘাট এলাকায় ৫৪৬ দশমিক ৬০ মিটার দীর্ঘ এবং ৮ দশমিক ১০ মিটার প্রস্থ গার্ডার ব্রিজ এবং ২৪০০ মিটার এ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়। সদর উপজেলার ইসলামপুর, দেবীনগর, চরবাগডাঙ্গা, শাহজাহানপুর, আলাতুলী, নারায়ণপুর ও সুন্দরপুর এই সাত ইউনিয়নের পাঁচ লাখের বেশি মানুষ এতে উপকৃত হবে। এসব এলাকা উপজেলা ও জেলা সদর থেকে বিচ্ছিন্ন ছিল। এতে সাত ইউনিয়নের ৮৫টি সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ২০টি উচ্চ বিদ্যালয়, ১০টি দাখিল মাদ্রাসা, দুটি কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষার্থী এবং অনেক এনজিও অফিসকর্মী উপকৃত হবেন।
©somewhere in net ltd.