নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

দেশের দীর্ঘতম ও স্বপ্নের সেতু পদ্মা বাস্তবায়নের পথে

২৮ শে মে, ২০১৫ বিকাল ৩:৩০


স্বপ্নের পদ্মা সেতু আজ নিজস্ব অর্থায়নেই বাস্তবায়ন হচ্ছে, যা এগিয়ে চলছে দ্রুত গতিতে। এই সেতুই হবে বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য। বিশ্বব্যাংকসহ দেশী-বিদেশী মহলের বাধা উপেক্ষা করে ২০১৮ সালের ডিসেম্বরে সেতু দিয়ে যুগপৎভাবে যানবাহন ও ট্রেন চলাচল করবে- এমন পরিকল্পনা সামনে রেখে এগোচ্ছে সবকিছু। এ সেতুতে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার মধ্য দিয়ে দেশের অর্থনীতির চাকার গতি বহুগুণ বেড়ে যাবে। এ ছাড়া পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ ও পঞ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে দেশের অন্য জেলাগুলোর যাতায়াত ব্যবস্থা অনেকটা এগিয়ে যাবে। দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের জেলাগুলোতে আরও আধুনিক শিল্পকারখানা গড়ে উঠার সুযোগ সৃষ্টি হবে। ইতিমধ্যে অনেক উদ্যোক্তা এই সেতুকে ঘিরে নানা পরিকল্পনা নিয়ে মাঠে নেমে পড়েছেন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য দ্বিতলবিশিষ্ট এই সেতু নির্মিত হচ্ছে কংক্রিট আর স্টিল দিয়ে। এর ওপর দিয়ে যানবাহন আর নিচ দিয়ে চলবে ট্রেন। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২০ হাজার কোটি টাকার বেশি। প্রকল্পের আওতায় পাঁচটি প্যাকেজে মূল সেতু নির্মাণ, সংযোগ সড়ক নির্মাণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, নদীশাসন ও পরামর্শক নিয়োগে এ টাকা ব্যয় হবে। সেতু নির্মাণকাজে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায় থেকে কঠোর অনুশাসন দেয়া হয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৩

সময় হলো বলেছেন: ধন্যবাদ শেখ হাসিনা

২| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৪:৫১

রাবার বলেছেন: দেশে যাওয়া সোজা হবে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.