![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনৈতিক সংকটেও বিএনপি নেতাদের মধ্যে চরম বিভেদ চলছে। নানা গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন নেতারা। ঐক্যের দিকে না গিয়ে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থ হাসিলে একে অপরকে ঘায়েলের নানা কৌশলে ব্যস্ত। একই সঙ্গে ওয়ান-ইলেভেনে ‘সংস্কারপহ্নী’ ইস্যুতে অনেক নেতাকে দূরে ঠেলে দেয়ার প্রক্রিয়া চলছে। এসব কারণে নেতাদের মধ্যে বাড়ছে সন্দেহ-অবিশ্বাস ও বৈরিতা। যারফলে দলের সাংগঠনিক ভীত দুর্বল হয়ে পড়ছে। অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি জামায়াত নিয়েও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন দলটির নেতাকর্মীরা। সরকারবিরোধী আন্দোলন এবং সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনেও দলের ওই বিভাজনের প্রভাব পড়েছে। এ বিভাজনের কারণেই যেমন বিগত সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়েছে দলটি, তেমনি সদ্য অনুষ্ঠিত সিটি নির্বাচনেও দলের কথিত সংস্কারপন্থী নেতা ও তাদের সমর্থকরা সক্রিয় ভূমিকা পালন করেননি- এমন অভিযোগ রয়েছে। বিভাজনের মাঝে নতুন করে সামনে এসেছে জামায়াত ইস্যু। বিএনপির বড় একটি অংশ জামায়াতের সঙ্গ ত্যাগের পক্ষে অবস্থান নিলেও দলীয় পর্দার আড়ালে দলের সমমনা নেতাদের সঙ্গে এ নিয়ে কথাবর্তা চালাচালি অব্যাহত রেখেছেন। মুক্তিযোদ্ধা এবং অতীতে ছাত্রদলের রাজনীতি করেছেন তারা কেউ চান না বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকুক। আবার দলীয় হাইকমান্ডের বিরাগভাজন হতে চান না বলে জামায়াত ইস্যুতে কেউ প্রকাশ্যে কথা বলেন না। বিএনপি নেতারা মনে করেন, গত আন্দোলন যানবাহনে পেট্রলবোমা হামলা করে গণতান্ত্রিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে জামায়াত। তাদের কারণেই পশ্চিমা বিশ্বসহ নানা মহল জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে দেশ-বিদেশে সমালোচনা করছে। বিএনপির আন্দোলন ঠেকাতে ক্ষমতাসীনদের দরকার হবে না, দলের মধ্যে বিভাজনই যথেষ্ট। নিষ্ক্রিয় ও দুর্নীতিবাজ এবং শারীরিকভাবে অসুস্থ নেতাদের বাদ দিয়ে দল পুনর্গঠনের খবরে এই আতংক তৈরি হয়েছে। প্রভাবশালীদের আস্থাভাজন অথচ নিষ্ক্রিয় এবং দুর্নীতিবাজ এমন নেতারা নানাভাবে গ্রুপিং তৈরি করে নিজের শক্তি জানান দেয়ার মাধ্যমে হাইকমান্ডকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছেন। তারা দল থেকে বেরিয়ে ভিন্ন একটি প্লাটফর্ম দাঁড় করানোর হুমকিও দিচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০৩
বাংলার জামিনদার বলেছেন: বিএনপি নেতারা মনে করেন, গত আন্দোলন যানবাহনে পেট্রলবোমা হামলা করে গণতান্ত্রিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে জামায়াত।
এটা কি বললেন???? ম্যাডাম তো কইলো পুলিশের কাম।