নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

মাইলফলক অর্জনে বিস্মিত আজ বাংলাদেশ। একদিনে ৮ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৭

ছয় বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্বিগুন হয়েছে। ২০২১ সালের মধ্যে উৎপাদন ক্ষমতা ২০ হাজার মেগাওয়াট করার লক্ষ্যে ২০১৩ সালে বাংলাদেশ রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি সম্পাদন করেছে। এছাড়াও, দুটি ভারতীয় কোম্পানি পিডিবির সাথে চারটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সমঝোতা স্বাক্ষর করেছে। তাছাড়া সদ্য সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের সীমা ৫০০ থেকে ১ হাজার মেগাওয়াটে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন দ্বিগুন। তার উৎকৃষ্ট উদারহন হচ্ছে বাংলাদেশে গত একদিনের বিদ্যুৎ উৎপাদন। একদিনে বিদ্যুৎ উৎপাদন ৮ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে বাংলাদেশ। গতকাল রাত ৯.৩০ মিনিটে ৮ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এই সময়ে সারাদেশে কোথাও লোডশেডিং হয়নি। এই মাইলফলক অর্জনে ৪ হাজার ৯৭৮ মেগাওয়াট এসেছে গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে এবং তেল চালিত বিদ্যুৎকেন্দ্র থেকে এসেছে ২ হাজার ৪০২ মেগাওয়াট। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ৭৫ মেগাওয়াট, জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ১২৪ মেগাওয়াট এবং অবশিষ্ট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা হয়েছে। সত্যিই বিদ্যুতে প্রশংসনীয় অর্জন বর্তমান সরকারের।


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩২

সোনালি সময় বলেছেন: লোডশেডিং এর মাত্রাও দ্বিগুন হয়ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.