নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছা থাকলেও বিএনপি পারছেনা জামাত থেকে বের হতে

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪২

জামায়াতের থাবায় বিএনপি। বিএনপির পক্ষ থেকে জামায়াত ছাড়ার সম্ভাবনা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে জামায়াত সাবেক বলেছে, আগে ছাড়ুক তো তারপর দেখা যাক। বিয়ে করা যত সহজ, তালাক দেয়া তত সহজ নয়। ৩৮ বছর এক সঙ্গে একই ছাদের নিচে বসবাস। এদেশের রাজনীতিতে জামায়াত-বিএনপির যে সখ্য ও বন্ধন তার গূঢ় রহস্যের অনেক কিছুই বাইরের মানুষের চৌদ্দ ইন্দ্রিয়ের গ্রাহ্যেরও উর্ধে। বাংলাদেশের রাজনীতির বহু ঘটনাপ্রবাহের রহস্য বা কারণ এখনও মানুষের অজানা। জামায়াতের রাজনীতির মূল লক্ষ্যই হলো মুক্তিযুদ্ধের সব কিছুকে বিনাশ করে দেয়া। তবে দেশ-বিদেশ সকল তরফ থেকে জামায়াত ছাড়ার জন্য প্রচন্ড চাপ থাকা সত্ত্বেও বিএনপির সুপ্রীম কমান্ড যেভাবে আরও জামায়াতের দিকে ঝুঁকছে তাতে জামায়াতের কথার যথার্থতা অবশ্যই আছে, তাতে কোন সন্দেহ নেই। জামায়াত নেতাদের মতে তাদের ছাড়া বিএনপি অচল। ১৯৭৫ সালের পর মৃত জামায়াতের বাংলাদেশে পুনর্জন্ম হয় জিয়াউর রহমানের ইচ্ছায়। জিয়াউর রহমান জামায়াতের পূর্ণ-উত্থানের সুযোগ করে দেন। সেই থেকে জামায়াত-বিএনপি একই জাহাজের যাত্রী। ৩৮ বছর পরে এসে সেই জাহাজ এখন নদীর মাঝস্রোতে বৈশাখী ঝড়ে কবলিত। জামায়াতের এই শোচনীয় পরিস্থিতি, সাম্প্রতিক সময়ের কিছু ঘটনাবলী এবং বিএনপির কিছু সিনিয়র নেতার বক্তব্য শুনে অনেকেই মনে করেছেন, এবার হয়ত বিএনপি জামায়াতকে ছেড়ে নিজের শক্তিতে বলীয়ান হয়ে নতুনভাবে উদ্ভাসিত হবে। আর সেটি হবে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন টার্নিং পয়েন্ট। জামায়াতের প্রেসক্রিপশন ও জেএমবির প্রযুক্তিতে তৈরি পেট্রোলবোমার চোরাগোপ্তা হামলায় প্রায় দুই শ’ সাধারণ নিরীহ মানুষকে হত্যা ও জ্বালাও-পোড়াও করেও বিএনপি কূলের সন্ধান পেল না। নিরীহ মানুষের জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষিত লাগাতার অবরোধ কর্মসূচীর আত্মঘাতী মৃত্যু ঘটেছে। ঘোষিত কর্মসূচী প্রত্যাহার করার আর সুযোগ পাননি। বেশ কয়েকজন সিনিয়র নেতা ও কর্মীদের মধ্যে অনুষ্ঠিত ফোনালাপ প্রকাশ হওয়ার মাধ্যমে নেতাকর্মীদের চরম হতাশার কথা সম্প্রতি মানুষ জানতে পেরেছে। জামায়াতের খপ্পরে পড়ে দূরবর্তী কোন সুতার টানে বিএনপির সুপ্রীম কমান্ড কর্তৃক একের পর এক ভুল ও হঠকারী সিদ্ধান্তের কারণেই বিএনপি আজ এমন দুর্দশায় পতিত হয়েছে। ইচ্ছা করলে তারা ঝড়ে কবলিত লঞ্চ থেকে বের হয়ে নতুন লঞ্চে নতুন যাত্রা শুরু করতে পারে। এরকম শক্তি ও সামর্থ্য বিএনপির এখনও আছে। কিন্তু পেছন থেকে জামায়াত বিএনপিকে যেভাবে টেনে ধরছে, তাতে শেষ পর্যন্ত কার অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় তা এখনও পরিষ্কার না হলেও তাদের বহনকারী লঞ্চটি যে অন্ধকারাচ্ছন্ন নদীর ভেতরে ঝড়ের বাতাসে দলিত হচ্ছে, তা বোঝা যায়। বিএনপির অনেক সিনিয়র নেতা এবং তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকসহ দেশের মানুষের প্রত্যাশা ছিল- এবার বিএনপি জামায়াতকে অবশ্যই ছেড়ে দেবে। সময়টা এখন পরিপক্ব। কিন্তু সব কিছুকে পেছনে ফেলে কয়েকদিন আগে বেগম খালেদা জিয়া দলেবলে যেভাবে জামায়াতের ইফতার পার্টিতে হাজির হলেন, তাতে জামায়াতের কথাই যথার্থ বলে মনে হয়- তালাক দেয়া তত সহজ নয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৯

ভ্যাম্পায়ার রনি বলেছেন: তালাক দেয়া তত সহজ নয়
"হাসাইলেন" :- :#)

২| ০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

ছাসা ডোনার বলেছেন: আসলে ইচছা থাকিলে উপায় হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.