![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি নীতি ও আদর্শ চর্চার একটি মাধ্যম। বর্তমানে রাজনীতি বিনোদনেও পর্যবসিত হয়েছে। মানুষ রাত জেগে টেলিভিশনের টকশোগুলো দেখে। নিদ্রার পরিবর্তে টকশো অধিকতর পছন্দনীয় হয়ে ওঠার একটি বড় কারণ, এটা এক ধরনের বিনোদন। কিন্তু বিরোধীদলের রাজনীতি নীতি বহির্ভূত। তাদের রাজনৈতিক আদর্শ আছে বলে আমার মনে হয় না। একক নির্দেশে দল পরিচালনা করতে চায়। ফলে দলের ভাঙ্গন শুরু হয়েছে। খালেদা জিয়া এই ভাঙ্গন ঠেকাতে মরিয়া। কিন্তু সে আশায় গুড়েবালি। অর্থের বিনিময়ে তিনি আর কয়জনকে ধরে রাখবনে। একসময় জোরজবরদস্তির মাধ্যমে মানুষকে ধরে-বেঁধে দাসে পরিণত করা হতো। সেই দাস বাজারে বেচাকেনা হতো বলে ক্রীতদাস কথাটি ভাষায় ব্যবহৃত হতে শুরু করেছে। মরহুম শওকত ওসমান ক্রীতদাসের হাসি নামে একটি বহুল পঠিত উপন্যাস লিখেছিলেন। বাদশা টাকা দিয়ে তার সেবার জন্য ক্রীতদাস-ক্রীতদাসীদের কিনেছিল। কিন্তু বাদশার মনে শান্তি ছিল না। ফলে রাতে তার ঘুম হতো না। নিদ্রাহীন রাতে বাদশা দাস-দাসীদের মহল থেকে যে আনন্দের হাসি শুনতে পেতেন, তাতে বড়ই ঈর্ষা বোধ করতেন। কারণ বাদশার জীবনে এই হাসির অভিজ্ঞতা ছিল না। বাদশা এই আনন্দের হাসি অঢেল হীরা-জহরত, মণি-মুক্তা থাকা সত্ত্বেও কখনোই কিনতে পারেননি। এমন বাদশাহীর কী মূল্য থাকতে পারে? বর্তমানে বিরোধীদলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার ঠিক তেমনি অবস্থা।
©somewhere in net ltd.