![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুদীর্ঘ ৬৮ বছর পর যেন স্বাধীনতার আস্বাদন পেল ছিটবাসী। পেল দেশ, জাতি এবং পরিচয়। তাদের আজ নতুন ভোর, নতুন সূর্যের আলো গগনে উদিত হলো। আজ থেকে বিলুপ্ত হওয়া ছিটবাসীদের মা হলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মা তাদের স্বীকৃতি দিয়ে বাংলাদেশের নাগরিক করে সকলকে নিজের সন্তান হিসেবে বুকে টেনে নিলেন। তাদের আবেগ-অনুভূতিকে আপ্লুত করে দুই চোখে আনন্দের কান্না। পহেলা আগস্ট সেই কাক ডাকা ভোর। পাখিদের কিচিরমিচির ডাক ছড়িয়ে পড়ছে। কয়েক ঘণ্টা আগেই বিলুপ্ত হয়েছে ছিটমহলগুলো। কিছুক্ষণের মধ্যে পূর্বের আকাশে উঁকি দেবে সূর্যি মামা। তার আগেই রাষ্টীয়ভাবে উত্তোলন করা হবে বাংলাদেশের জাতীয় পতাকা। তারা আজ আনন্দে আত্মহারা।
©somewhere in net ltd.