নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে যাচ্ছে নাগরপুরের মানুষের

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫



অবশেষে স্বপ্নপূরণ হতে যাচ্ছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পূর্বাংশের মানুষের। তাদের দীর্ঘদিনের দাবি ছিল উপজেলার কেদারপুর গ্রামে ধলেশ্বরী নদীর ওপর ব্রিজ নির্মাণের। তাদের সে দাবি বাস্তবায়ন করছে সরকার। ধলেশ্বরী নদীর ওপর নির্মিত হচ্ছে ব্রিজ। ৫২০ দশমিক ৬০ মিটার পিসি গার্ডারের এ ব্রিজটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), টাঙ্গাইল। ব্রিজটি নির্মাণের ফলে টাঙ্গাইলের নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়কে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। ব্রিজের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পিলারগুলো পানির ওপরে উঠে গেছে। ইতিমধ্যে ব্রিজের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। কেদারপুরে ধলেশ্বরী নদীর ওপর এ ব্রিজ নির্মিত হলে সিরাজগঞ্জের চৌহালীসহ টাঙ্গাইলের নাগরপুরের পূর্বের বিশাল চরাঞ্চলের মানুষ অল্প সময়ে সহজেই সারুটিয়া-ধামরাই হয়ে সরাসরি ঢাকা যেতে পারবে। এতে অন্তত ৬০ কিলোমিটার রাস্তা কমে যাবে। সময় কমে যাবে প্রায় অর্ধেক। এখন দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নে ধলেশ্বরীর ওপর নির্মিত শামসুল হক সেতু পার হয়ে টাঙ্গাইল শহর দিয়ে তাদের ঢাকা যেতে হচ্ছে। ফলে তাদের অনেক সময় যানজটে আটকা পড়ে থাকতে হয়। তা ছাড়া দূরত্বও অনেক হওয়ায় সময়-অর্থ দুটোই বাড়তি দিতে হচ্ছে। যত তাড়াতাড়িই হোক না কেন নৌকা দিয়ে নদী পার হয়ে তারপর জরুরি কাজ করতে হয়। রাতে নৌকা পাওয়া যায় না। রোগী নিয়ে খুবই কষ্ট হয়। ধলেশ্বরী নদীর ওপর এ ব্রিজটি হলে নাগরপুরের চরাঞ্চলের মানুষদের ঢাকায় যাতায়াত অনেক সহজ হবে। ব্রিজটি নির্মিত হলে এতদিনের কষ্ট লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.