নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

শুধু যানজট নিরসনই নয় সরকারের মেগা উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অন্যতম

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৩



অনিশ্চয়তা কাটিয়ে রাজধানীর যানজট নিরসনে বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়াল সড়ক) নির্মাণ কাজ শুরু হচ্ছে। প্রায় চারবছর পর আবারও প্রকল্পটি নতুন করে আলোর মুখ দেখল। আজ রবিবার প্রথম ধাপে মূল অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে। কাওলা, এয়ারপোর্ট রোড (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে) কাজের উদ্বোধন করবেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই প্রকল্পের মূল অবকাঠামো নির্মাণ হলে নগরীর উত্তর-দক্ষিণে যানবাহন চলাচলে বিকল্প সড়ক সৃষ্টি হবে। ফলে নগরবাসীর ভ্রমণ সময় কমবে। ভোগ্যপণ্য বাধাহীনভাবে চলাচল করতে পারবে। অর্থাৎ নগরীর যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। বিমানবন্দর থেকে কুতুবখালী যেতে সর্বোচ্চ সময় লাগবে ২০ মিনিট। প্রকল্পের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী হয়ে তেজগাঁও-মগবাজার-কমলাপুর-কুতুবখালী পর্যন্ত ২০ কিলোমিটার মূল উড়াল সড়ক নির্মিত হবে। রাজধানীর কুড়িল, মহাখালী, মানিক মিয়া এ্যাভিনিউ, পলাশী ও মগবাজারে বাইলাইন নামবে। প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের প্রায় ২১ জেলার যাত্রী থেকে শুরু করে বৃহত্তর ময়মনসিংহের সড়কপথে আসা যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে কুতুবখালী পৌঁছতে পারবেন। এর মধ্যে বৃহত্তর চট্টগ্রাম থেকে শুরু করে পূর্বাঞ্চলের যাত্রীদের ক্ষেত্রেও নতুন দিগন্তের সূচনা হবে। রাজধানীর যানজট নিরসনই শুধু নয় সরকারের মেগা উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অন্যতম।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৩

নতুন বলেছেন: ভাল উদ্দোগ...

পোস্ট করেছি: ১৫৫টি
মন্তব্য করেছি: ১টি
মন্তব্য পেয়েছি: ৯৮টি
ব্লগ লিখেছি: ২ বছর ১ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ৩ জন

কিন্তু আপনি সরকারের পক্ষে ব্লগিং করেন প্রচারনা করেন এটা ভাল কিন্তু কমেন্টের উত্তর দেবেন তাহলে ঠিক মতন ব্লগিং করা হবে। ১৫৫ পোস্টে ৯৮টি মন্তব্যের একটাও উত্তর দেন নাই??

আপনার বসকে বলতে হবে যে আপনাকে এই দায়িত্ব দেওয়া ঠিক হয়নাই।

যারা ভাল ব্লগিং করে সেই রকমের একজন বেকারকে এই চাকুরী দিলে তিনি আরো ভাল করতেন। :)

২| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৭

মামু১৩ বলেছেন: মেট্রো কবে হবে? উড়াল সড়কের চেয়ে মেট্রো অনেক অনেক জরুরী।

৩| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২২

মাঘের নীল আকাশ বলেছেন: মেট্রো রেল, উড়াল সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাই ওভার...সবকিছুতো মনে হয় গুলায়া ফেলাইলাম...কোনটা কী, একটু বললে বুঝতে সুবিধা হয়!

৪| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

মিতক্ষরা বলেছেন: বড় রাস্তায় যানজট নিরসনে না হয় এরকম এক্সপ্রেসওয়ে কার্যকর। কিন্তু ভেতরের রাস্তায় কি হবে?

৫| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

সেতু আমিন বলেছেন: ১ নং মন্তব্য খুবই ভালো হয়েছ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.