![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যান্য বারের মতো বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। পুরো জানুয়ারি মাস জুড়ে মেলা চলবে। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর রাজধানী ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হচ্ছে। মূলত দেশি পণ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে এবং জনপ্রিয় করার প্রয়াসেই ঢাকার শেরে বাংলা নগরে সুবিশাল পরিসরে এর আয়োজন। বিশাল পরিসরের এই বাণিজ্যমেলায় পরিবারের সবাইকে নিয়ে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনাকাটাসহ বিভিন্ন দেশি-বিদেশি স্টলে সাজানো জিনিসপত্র, কাপড় চোপড়, খাদ্যসামগ্রী, গৃহসজ্জার নানা জিনিস দেখার জন্য দলে দলে ভিড় করেন অনেকেই। প্রতিবারের মতো এবারও অস্থায়ীভাবে ৩১ দশমিক ৫৩ একর জায়গার ওপর নির্মিত হয়েছে বাণিজ্যমেলার বিভিন্ন স্টল। এবারের মেলায় বিভিন্ন ধরনের প্যাভিলিয়ন ও স্টল রয়েছে ৫৫৩টি। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ২১টি দেশের ৫৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়। দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্যের মানোন্নয়নের পাশাপাশি বিশ্বে নতুন নতুন বাজার খুঁজে বের করার ক্ষেত্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বিশেষ ভূমিকা রেখে আসছে আরো আগে থেকেই। এই মেলায় দেশীয় বিভিন্ন পণ্য সামগ্রীর সমারোহ থেকে সহজেই উপলদ্ধি করা যায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।
©somewhere in net ltd.