নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইয়াকুব আলি

বল আল্লাহ্‌ এক।

ইয়াকুব আলি › বিস্তারিত পোস্টঃ

সময় এখন বাংলাদেশের

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

পৃথিবীর সকল দেশের অর্থনীতিতে পরিবর্তন আসে। এক সময় যারা সমৃদ্ধশালী ছিল আজ তারা নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র শীর্ষে ছিল। এরপর জার্মানি, জাপান, চীন হয়ে পরিবর্তন চলছে ক্রমাগত। এখন এসেছে বাংলাদেশের সময়। বাংলাদেশ এখন যেখানে দাঁড়িয়ে, শত চেষ্টা করেও কেউ বাংলাদেশকে পেছাতে পারবে না। বিশ্ব অর্থনীতিতে পরিবর্তনের পরিক্রমায় এখন বাংলাদেশেরই সময়। ২০১৬ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে আসবে। প্রবৃদ্ধিতে আমাদের অবস্থান তিন-এর কম হবে না। কারণ আমাদের সক্ষমতা-দক্ষতা বাড়ছে। দেশের মানুষই প্রতিযোগিতা করছে কীভাবে নিজেকে এগিয়ে নেবে। কোনো শক্তি এখন বাধা দিতে পারবে না। আমরা এগোবোই। ২০৪০ সালে বাংলাদেশ থাকবে উন্নত বিশ্বের কাতারে। এমনকি থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার উপরে থাকব আমরা। সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি করায় বাংলাদেশের সামনে ব্লু ইকোনমি বাস্তবায়নের সুবর্ণ সুযোগ আছে। অবকাঠামো, দক্ষ জনশক্তি ও জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশ এখন তার লক্ষ্যে পৌঁছাচ্ছে। ভারত-চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ। এগিয়ে যাও দেশ, আমারা থাকবো তোমার পাশে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.