![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বাঙ্গালী আর এইটাই আমার বড় পরিচয়। আমি আমার কথাগুলো লিখি আমার চিন্তা থেকে অথবা আড্ডা থেকে। নিজের জীবন থেকে শিখে কিংবা অন্য কারো জীবন কে দেখে আমার লেখা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাই আমার লেখা হয়তো গুছানো হবে না। ভুল গুলো ক্ষমা সুলভ চোখে দেখে আমাকে জানাবেন। আর আমায় কেও কোনো রাজনীতির সাথে মিশাবেন না। আমি রাজনীতি কে এখনো পছন্দ করতে পারিনি। যদিও কারো কারো কিছু ভালো কে সব সময় সমর্থন দেই, আবার খারাপ লাগলে সেটাও বলি। এটা আমার স্বাধীনতা মুখ ফুটে কিছু বলা। তাই আমার বলা কারো খারাপ লাগলে আমায় জানাতে পারেন, সেটা যদি খারাপ হয় আমি বুঝে নিবো আর বলবো না সেটা। আর আমায় কেও আবার রাজাকার উপাধি দিয়েন না, আমার বাবা মুক্তিযোদ্ধা। যেহেতু রাজাকারের নাতী কখনই রাজাকার হয় না, রাজাকারের সন্তান ও রাজাকার হয় না, তেমনি মুক্তিযোদ্ধার সন্তান ও রাজাকার হতে পারে না। আবার কেও আমায় জঙ্গি, শিবির কর্মী ও ভাব্বেন না প্লিজ। আমি সাধারন মানুষ, এতো কিছু নিয়ে চলার সময় নাই। মরতে হবে, তাই সম্মানের সাথেই মরতে চাই। যাতে পরকালে আমায় না বলতে হয় কেনো আমি মুসলিম হয়ে ইসলামের ভুল প্রকাশ করলাম।
আগুন জালো, ওকে মারো, গুলি করো, আজ আমাদেরি দিন(২)
হরতাল, হরতাল, মাতাল, আজ রক্তে ভাসাবো দিন
গনতন্ত্র তোমাকে আজ জেলে দিয়েছি,
পুলিশ মন্ত্রী সবাইকে আজ ফাকি মেরেছি
টাকা আমি পেয়েছি, মালও পেয়েছি
আজকে আমার দিন, শুনো মিছিলেরি বিন
আগুন জালো, ওকে মারো, গুলি করো, আজ আমাদেরি দিন(২)
হরতাল, হরতাল, মাতাল, আজ রক্তে ভাসাবো দিন
দেশ আমার নয়তো, টাকাই হলো সব
দেখো টাকার জন্য সবাই সব কলরব
ফাঁসির মঞ্ছে মুক্তি মিলে, হই হই করে ঘরে ফেরে
কুপিয়ে লাশ বানায় তবু হয়ে যায় জামিন
আগুন জালো, ওকে মারো, গুলি করো, আজ আমাদেরি দিন(২)
হরতাল, হরতাল, মাতাল, আজ রক্তে ভাসাবো দিন
ককটেল ফুটবে মরবে জনগন
লাঠি বৈঠা নিয়ে মিছিল আয়োজন
ক্ষমতার আগুনে পুড়বে দেশবাসী
এতো কিছু ভাবলে কি আর হবে দিন রঙ্গিন
আগুন জালো, ওকে মারো, গুলি করো, আজ আমাদেরি দিন(২)
হরতাল, হরতাল, মাতাল, আজ রক্তে ভাসাবো দিন
¬¬কি করেছে কোন সরকার কেই বা হিসাব রাখে
ক্ষমতার জন্নেইতো তারা হরতাল ডাকে
একদিকে পুলিশ আর অন্য দিকে আমরা
কিছু হয়ে গেলে হয়ে যাবো সোনার মুমিন
আগুন জালো, ওকে মারো, গুলি করো, আজ আমাদেরি দিন(২)
হরতাল, হরতাল, মাতাল, আজ রক্তে ভাসাবো দিন
***পুরো কবিতা বর্তমান পরিস্থিতি থেকে লেখা, দয়া করে এটা দেখে গরম হয়ে যাবেন না।
©somewhere in net ltd.