নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে।

ইবিএস খাইরুল

ময়মনসিংহের ত্রিশালে এক মধ্যবিত্ত কৃষকপরিবারে জন্ম। ইতিহাসে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর করেছি আনন্দমোহন কলেজ থেকে। রাজনৈতিক দলের সাথে কাজ করার সুযোগ না হলেও সামাজিক সংগঠন করার সুযোগ হয়েছে। ২০১৪ সালে ফেসবুক মাধ্যমে প্রতিষ্ঠিত ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস) নামে সমাজ উন্নয়নকামী সংগঠনের চীফ কোঅরডিনেটর হিসেবে আমাদের গ্রামকে আদর্শগ্রামে উন্নীত করতে কাজ করছি। চাকুরী করছি একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ইতিবাচক মনোভাব নিয়ে আমি কথা বলি। চার ভাই চার বোনের মধ্যে ৩য় এবং বড় ছেলে।

ইবিএস খাইরুল › বিস্তারিত পোস্টঃ

ইবিএস সাধারণ সভা-৩(২০১৮) এর কার্যবিবরণী

১৩ ই মে, ২০১৮ রাত ৮:২৩

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস)
============================
সাধারণ সভা-৩(২০১৮) এর কার্যবিবরণীঃ

তারিখঃ ১লা মে, ২০১৮ খ্রি., শুক্রবার, সন্ধ্যা। স্থানঃ ঈদগাহ বাজার, ঈদগাহ, খাগাটী, ত্রিশাল, ময়মনসিংহ।

ইবিএস কনভারসেশনে ২৮ এপ্রিল ২০১৮খ্রি. এক সংক্ষিপ্ত নোটিশের ভিত্তিতে ১লা মে ২০১৮খ্রি., শুক্রবার মাগরিববাদ ঈদগাহ বাজার, ঈদগাহ, খাগাটী, ত্রিশাল, ময়মনসিংহে সাধারণ সদস্যদের উপস্থিতিতে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচ্য সূচী হলোঃ

১. ইবিএস ফাউন্ডেশন কার্যক্রম

২. ৫ম ঈদগাহ সম্মেলন সম্পর্কিত

৩. নতুন প্রজন্মকে সংগঠনে সম্পৃক্ত করার কৌশল নির্ধারণ

৪. আদর্শগ্রাম সম্পর্কিত আলোচনা

৫. বিবিধ

উপস্থিত সদস্যদের নামের তালিকাঃ

১. ফারুক হোসেন, সাব কোঅরডিনেটর, অনুষ্ঠান ব্যবস্থাপনা বিভাগ।

২. বুলবুল আহম্মেদ, সদস্য।

৩. শরিফুল ইসলাম, এক্সিকিউটিভ, ইবিএস বৃত্তি প্রকল্প।

৪. মোঃ বিল্লাল হোসেন, সাব কোঅরটিনেটর, মানবসম্পদ উন্নয়ন ও সদস্য বিভাগ।

৫. ওবায়দুল হাসান, সাব কোঅরডিনেটর, ক্রীড়া ও সংস্কৃতি বিভাগ।

৬. মোঃ মাসুম বিল্লাহ, সাব কোঅরডিনেটর, সংবাদ ও প্রকাশনা বিভাগ।

৭. মোঃ আশরাফ হোসেন, এক্্িরকিউটিভ, ইবিএস বৃত্তি প্রকল্প।

৮. মোঃ ফরহাদ, সাব কোঅরডিনেটর, অনুষ্ঠান ব্যবস্থাপনা বিভাগ।

৯. আলী ইমরান বিহীন, সাব কোঅরডিনেটর, ক্রীড়া ও সংস্কৃতি বিভাগ।

১০. মোঃ খাইরুল ইসলাম, চীফ কোঅরডিনেটর, ইবিএস।

ঈদগাহ বন্ধু সমাজ-ইবিএস এর উক্ত সাধারণ সভা চীফ কোঅরডিনেটর মোঃ খাইরুল ইসলাম এর সভাপতিত্বে উল্লেখিত সদস্যদের উপস্থিতিতে গুরুত্বের সাথে অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যগণ আলোচ্যসূচী অনুযায়ী আলোচনায় অংশ নেন। আলোচনায় ইবিএস এর আঞ্চলিক উন্নয়নের অবকাঠামো বিনির্মাণের স্বার্থে ইবিএস ফাউন্ডেশনের গুরুত্বারূপ করেন। ইবিএস এর বছর ব্যাপী ইভেন্টগুলো নিয়ে পর্যালোচনা করা হয়। গত ২৬ শে মার্চ ২০১৮ খ্রি. খাগাটী জামতলী ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠান হতে ইবিএস অঞ্চল নিয়ে সমন্বিত আদর্শগ্রাম ঘোষণা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা ও সিদ্ধান্ত সমুহঃ

১.ফাউন্ডেশন ও অনুদান প্রদানঃ ইবিএস ফাউন্ডেশন পূর্ণাঙ্গরূপে কার্যক্রম শুরু করবে। সামর্থানুযায়ী প্রত্যেক সদস্য ইবিএস, শুভানুধ্যায়ী, ধনাঢ্য ব্যক্তিগণ জনকল্যাণে অর্থ অনুদান প্রদান করতে পারবেন। সদস্যদের অনুদান কমপক্ষে বছরে ১০০ টাকা প্রদান করতে পারবেন। তবে বিভিন্ন শ্রেণী অনুযায়ী অনুদানের অর্থ নির্ধারণ করলে ভাল হবে বলে উপস্থিত সকলে মতামত দেন।

মতামতের ভিত্তিতে নিম্নোক্ত শ্রেণী বিন্যাস প্রস্তাবিত হয়ঃ-

ক্রমিক নং শ্রেণী বিন্যাস অনুদানের সর্বনিম্ন পরিমাণ(বার্ষিক) টাকায় মন্তব্য

১ শিক্ষার্থী ২০০.০০ টাকা

২ শিক্ষাজীবন সমাপ্ত ও চাকুরী অনুসন্ধানী ৩০০.০০ টাকা

৩ চাকুরীজীবী(সাধারণ) ৫০০.০০ টাকা

৪ চাকুরীজীবী ১০০০.০০ টাকা

৫ ব্যবসায়ী (ছোট-মাঝারী) ১০০০.০০ টাকা

৬ ব্যবসায়ী ও উদ্যোক্তা ২০০০.০০ টাকা

৭ অন্যান্য(স্পন্সরশিপ ও অনুদান) অনির্ধারিত টাকা



উপরোক্ত খাত সমূহ হতে ২০১৮ কর্ম বৎসরে প্রায় ১ লক্ষ টাকা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফাউন্ডেশনের দায়িত্বে থাকবে ইবিএস অর্থ বিভাগ। অর্থ বিভাগের কোঅরডিনেটর মোঃ রাকিবুল হাসান ও সাব কোঅরডিনেটর আশিকুর রহমান(জিয়া) দায়িত্ব পালন করবে এবং তাদেরকে মাঠ পর্যায়ে অর্থ উত্তোলন করতে সহযোগীতা করবেন মোঃ শরিফুল ইসলাম বাদশা, মাসুম বিল্লাহ ও বিল্লাল হোসেন। কেন্দ্রীয়ভাবে ইবিএস ফাউন্ডেশনের অর্থ উত্তোলনের জন্য ইবিএস এর নির্ধারিত বিকাশ নাম্বার হলোঃ ০১৬১০২৮২০১৪। পরবর্তীতে একটি যৌথ ব্যাংক হিসাব খোলার বিষয়েও মতামত প্রদান করা হয়।

২. আগত ৫ম ঈদগাহ সম্মেলন ও ইফতার পার্টী উপলক্ষ্যে সদস্যগণ বিস্তর আলোচনা করেন। সম্মেলনে সদস্যদের পাশাপাশি ইবিএস অঞ্চলের তরুণ ও যুব সমাজকে প্রাধান্য দেওয়ার বিষয়ে বিশদ আলোচনা হয়। বলা হয় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও এইচএসসি পরীক্ষার্থীদের এবং গত বছর যারা এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা গুরুত্ব পাচ্ছে উক্ত সম্মেলনে। সম্মেলনটি ২৯ শে রমজান ১৪৩৯ হিজরী তারিখ অনুযায়ী ঈদগাহ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

৩. নতুন প্রজন্মকে ইবিএস এর সদস্য করে নেওয়ার বিষয়টি সকলে ঐক্যমত হন।

৪. ইবিএস মেম্বারশীপ এর জন্য আগত বার্ষিক সাধারণ সভা-এজিএম এর সময় সদস্য সংগ্রহ সপ্তাহ পালনের বিষয়ে সবাই মতামত ব্যক্ত করেন।

৫. ঈদগাহ বাজারে একটি কেন্দ্রীয় কার্যালয় খোলার বিষয়ে প্রস্তাব নিয়ে সকলে আলোচনা করেন ও একটি কার্যালয় স্থাপনের মতামত দেন।

৬. কার্যালয়ের সামনে একটি সাইনবোর্ড স্থাপনের জন্যও সবাই মতামত দেন।

৭. শিক্ষা সম্মেলন ও বৃত্তি প্রকল্প: ২০১৭ সালের সমাপনী ও জেএসসি পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদের বৃত্তি প্রকল্পের ম্যানুয়াল অনুযায়ী বৃত্তি প্রদান এবং শিক্ষা সম্মেলন সম্পূর্ণ পৃথকভাবে অনুষ্ঠানের জন্য সকলে মতামত ব্যক্ত করেন। শিক্ষা সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দকে অতিথি করার বিষয়েও মতামত ব্যক্ত করা হয়। শিক্ষা সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদেও ও সমাজের শিক্ষিত শ্রেণীকে উপস্থিত করার বিষয়টি প্রাধান্য পায়।

৮. আদর্শগ্রাম: গত ২৬শে মার্চ ২০১৮ খ্রি. অনুষ্ঠিত ইবিএস কুইজ প্রতিযোগীতায় চীফ কোঅরডিনেটর মোঃ খাইরুল ইসলাম ইবিএস অঞ্চল নিয়ে ২০৩০ সালের মধ্যে একটি সমন্বিত আদর্শগ্রাম প্রতিষ্ঠার ঘোষণা দেন যাহা বাস্তবায়নের নিমিত্তে একটি জরিপ করার পক্ষে মতামত প্রদান করা হয়। প্রকৃত পক্ষে কোন কোন জায়গায় উন্নতি করতে হবে এবং সংস্কার করতে হবে তা নির্ধারিত হওয়া দরকার। কোন সময়ের মধ্যে ইবিএস কতটুকু অর্জন করবে তা নির্ধারণ করতে হবে বলে সদস্যগণ মতামত ব্যক্ত করেন।

৯. কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র: ইবিএস অঞ্চলের শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করার বিষয়টি উত্থাপিত হয়। এবিষয়ে ডাক বিভাগের ই-ডাক সেবার সাথে কাজ করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলার বিষয়ে মতামত প্রদান করা হয়।

পরবর্তী সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২৫শে মে, ২০১৮ খ্রি. শুক্রবার।

উপরোক্ত সাধারণ সভার আলোচনা ও সিদ্ধান্তসমূহ সকল ইবিএস সদস্যদের অবগতির জন্য পেশ করা হল।

মোঃ খাইরুল ইসলাম,
চীফ কোঅরডিনেটর,
ঈদগাহ বন্ধু সমাজ(ইবিএস),
ঈদগাহ, খাগাটী, ত্রিশাল, ময়মনসিংহ।
মোবাইলঃ ০১৯১৫৮৪৮৪৫৩।

(সমাপ্ত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.