![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত
পাঁচ ওয়াক্ত সালাত যারা আদায় করেন ....
তারা তো ঈশার সালাত আদায় করেই থাকেন...
আর ঈশার নামাজে তো বিতর পড়া হয়েই থাকে......
আর বিতর পড়লে তোহ কুনুত পড়া হয়...
আসুন না বিতর নামাজের দোয়া কুনুত টা একটু ঝালাই করে নেই...
............ দোয়া কুনুত...........
আল্লাহুম্মা ইন্না নাস্তায়ীনুকা, ওয়া নাস্তাগ্ফিরুকা,
ওয়া নু'মিন বিকা, ওয়া নাতাওয়াক্কালু 'আলাইকা,
ওয়া নুছনী আলাইকাল খাইর।
ওয়া নাশ কুরুকা,
ওয়ালা নাকফুরুকা,
ওয়া নাখলাউ,
ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা
আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকানুসল্লী,
ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস'আ,
ওয়া নাহফিদু, ওয়া নারজু
রাহমাতাকা,
ওয়া নাখশা আযাবাকা,
ইন্না আযাবাকা
বিল
কুফ্ফারি মুলহিক।
আর দেখুন কি চমৎকার কথা গুলো আমরা দোয়া কুনুতে বলে থাকি.......
আহা এই কথার সাথে যদি কাজের মিল থাকতো তাহলে আর পথ ভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ ই থাকতো না...
অর্থঃ
হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই।
তোমারই নিকট
ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর
ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি।
আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না।
হে আল্লাহ!
আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামায পড়ি এবং তোমাকেই সিজদাহ করি।
আমরা তোমারই
দিকে দৌড়াই ও এগিয়ে চলি।
আমরা তোমারই রহমত
আশা করি এবং তোমার আযাবকে ভয় করি।
আর তোমার
আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।
(আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার অনিষ্ট হতে পানাহ দিক , এবং তার সকল আদেশ-নিষেধ মেনে চলার তউফিক দান করুক... আমিন )
২| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: (আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার অনিষ্ট হতে পানাহ দিক , এবং তার সকল আদেশ-নিষেধ মেনে চলার তউফিক দান করুক... আমিন )
১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১০
পজিটিভ ইলেকট্রন বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো ভাই ইমতিয়াজ এর প্রতি... যাযাকাল্লাহু খাইরান
৩| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঝালাই করলাম। ঠিক আছে। ভুল হয় নাই। ধন্যবাদ।
১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১০
পজিটিভ ইলেকট্রন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই দেশ প্রেমিক বাঙালী ... যাযাকাল্লাহু খাইরান
৪| ১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
কলমের কালি শেষ বলেছেন: ধর্মীয় পোষ্ট সবসময় সুন্দর ।
১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১১
পজিটিভ ইলেকট্রন বলেছেন: যাযাকাল্লাহু খাইরান ভাই কলমের কালি শেষ... ভালো থাকবেন
৫| ১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
আমি তুমি আমরা বলেছেন: আরেকবার ঝালাই করে নিলাম।
শেয়ার করার জন্য ধন্যবাদ
১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪
পজিটিভ ইলেকট্রন বলেছেন: যাযাকাল্লাহু খাইরান
৬| ১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২
মনিরা সুলতানা বলেছেন: জাজাক আল্লাহ খায়রান
১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪
পজিটিভ ইলেকট্রন বলেছেন: আপু মনিরা সুলতানা যাযাকাল্লাহু খাইরান
৭| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০২
জাফরুল মবীন বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট।অাল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩
পজিটিভ ইলেকট্রন বলেছেন: ভাই জাফরুল মবীন অনেক অনেক শুভকামনা রইলো ... যাযাকাল্লাহু খাইরান
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
দি রিফর্মার বলেছেন: ধন্যবাদ।