![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত
গতকাল রাতে ঘুম আসছিলো না….
হটাৎ কি মনে হলো…
গুগল মামার হেল্প নিয়ে বাংলাদেশের গরিব ১০ জন ব্যক্তির নাম খোঁজ করছিলাম… মোটামুটি পেয়েও গেলাম…
এবং গুগল মামা থেকে যা জানতে পারলাম তার একটা লিস্ট দিলাম
(১০- ইকবাল আহমেদ, বাড়ি সিলেট, বিজনেস ম্যান – সম্পদ ২৫০ মিলিয়ন ডলার- প্রায় ২০০০ কোটি টাকা মাত্র )
(৯- নয় নাম্বারে আছেন রাগিব আলী, বাড়ি সিলেট.. সিলেটের প্রায় সব চা বাগানই নাকি উনার, যাকে নাকি দানবীর রাগীব বলা হয় … সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান - সম্পদ ২৫০ মিলিয়ন ডলার- প্রায় ২০০০ কোটি টাকা মাত্র )
(৮- এই নাম্বারে আছেন শাহরিন ইসলাম তুহিন … ম্যাডাম খালেদা জিয়ার ভাগ্নে… সম্পদ ৩০০ মিলিয়ন ডলার- প্রায় ২৩০০ কোটি টাকা মাত্র )
(৭- সাত নাম্বারে আছেন গিয়াস উদ্দিন মামুন … তারেক জিয়ার বন্ধু … রিয়েল এস্টেট ব্যবসায়ী ..সম্পদের পরিাণ ৪০০ মিলিয়ন ডলার- প্রায় ৩০০০ কোটি টাকা মাত্র )
(৬- ছয় নাম্বারে আছেন মহিউদ্দিন খান আলমগীর শাব , যাকে অনেকে মখা আলমগীর বলে থাকেন … আওয়ামী লীগ এর মন্ত্রী … ..সম্পদের পরিাণ ৪০০ মিলিয়ন ডলার- প্রায় ৩০০০ কোটি টাকা মাত্র )
(৫- পাঁচ নাম্বারে আছেন আহমেদ আকবার সোবহান… বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান … ..সম্পদের পরিাণ ৫০০ মিলিয়ন ডলার- প্রায় ৪০০০ কোটি টাকা মাত্র )
(৪- চার নাম্বারে আছেন আবুল হোসাইন… আওয়ামী লীগের এক কালের এম.পি… ..সম্পদের পরিাণ ১ বিলিয়ন ডলার- প্রায় ৮০০০ কোটি টাকা মাত্র )
(৩- তিন নাম্বারে আছেন সজীব ওয়াজেদ জয় … শেখ হাসিনার পুত্র সন্তান… ..সম্পদের পরিাণ ১ বিলিয়ন ডলার- প্রায় ৮০০০ কোটি টাকা মাত্র )
(২- দুই নাম্বারে আছেন তারেক রহমান … খালেদা জিয়ার পুত্র সন্তান… ..সম্পদের পরিাণ ১.৫ বিলিয়ন ডলার- প্রায় ১২০০০ কোটি টাকা মাত্র )
আর এক নাম্বার ??? এক নাম্বার গরিব সেই মহান ব্যাক্তি টি হচ্ছেন প্রিন্স মুসা..
(১- মুসা বিন শামসের… যার সম্পদের পরিমান ও প্রায় ১২ হাজার কোটি টাকা )
এক নাম্বারে থাকার মত আরো আছেন >>
সালমান এফ রহমান… বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং আই.এফ.আই.সি ব্যাংকের চেয়ারম্যান …,
আছেন
স্কয়ার গ্রুপের চেয়ারম্যান সামসন এইচ চৌধুরী …
সামসুদ্দিন খান,
এ.কে খান কোম্পানীর চেয়ারম্যান
ওপরের তথ্য থেকে দেখা যায় আওয়ামী লীগ- বি.এন.পি থেকেই প্রায় ১০ এ ৬ জন আছে….
এর মধ্যে আমাদের দুই ম্যাডামের তোহ আছেই সুপুত্র গুলো …
আহা রাজনীতি বড়ই মিঠা জিনিস, এক ব্যাটা আমেরিকা (জয়) , আর এক ব্যাটা লন্ডন(তারেক) …
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর একটা কথা মনে পরে গেল,
“সাড়ে সাত কোটি মানুষের জন্য আট কোটি কম্বল এসেছে। আমার কম্বল কই? আমার ডানে চোর, বায়ে চোর সামনে চোর, পিছনে চোর। মানুষ পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি ।
আহা !!! মানুষ গুলো কত্ত গরিব !!!!
একটা জিনিস মাথায় ঢুকেনা , চোরেরা রাজনীতি করে ???
নাকি রাজনীতি যারা করে তারাই চোর হয় ??
২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩২
পজিটিভ ইলেকট্রন বলেছেন:
২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮
খেলাঘর বলেছেন:
এসব ডাকাতদের থেকে সম্পদ নিয়ে জাতিকে ফেরত দিতে হবে।
শেখ সাহেব বেকুব ছিলেন, তিনি কোন কিছুই ঠিক মতো করেননি; মুখে বলতেন অনেক কিছু কোনটাই ঠিক মতো করতে পারতেন না।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
পজিটিভ ইলেকট্রন বলেছেন: আদৌ কি নেয়ার কোনো উপায় আছে এসব রাঘব বোয়ালদের কাছে থেকে ?????????
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: রাজনীতি করলেই চুরি করবে আর বড়লোক হবে।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
পজিটিভ ইলেকট্রন বলেছেন: হুমমমম
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৯
জাফরুল মবীন বলেছেন: অন্যদের ব্যাপারে কমবেশী ধারণা থাকলেও এক ব্যক্তির বিষয়ে পুরাই টাসকি খেলাম!
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৮
পজিটিভ ইলেকট্রন বলেছেন: কে ??????????
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
ঢাকাবাসী বলেছেন: রাজনীতি করলেই চুরি করবে আর বড়লোক হবে।