![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত
নারী তুমি ছলনাময়ী
ছলনা তোমার কাজ,
ছেলেদের মনে তোমার
সবসময় বসবাস ।
নারী তুমি আমার বোন
ভালবাসার এক প্রতীক,
তোমার দিকে তাকালেই
হয়ে যাই নির্ভীক ।
নারী তুমি আমার মা
স্নেহ ভালবাসা যার কাজ,
তোমার জন্যই তো আমি
এই সুন্দর পৃথিবীতে আজ ।
নারী তুমি আল্লাহর
এক অপরুপ সৃষ্টি,
তোমার কারণেই পৃথিবীতে
আজ খুজেঁ পাই সুখের বৃষ্টি ।
(লেখা- ১৫.০৩.২০১৫ রাত ০৯.০৩ মিনিট)
২| ০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
পজিটিভ ইলেকট্রন বলেছেন: সবাই পড়ার জন্য আমি কিন্তু লিখিনি ভাই !!!! কিন্তু আপনার মন্তব্য পড়ে কি প্রতিউত্তর দিবো বুঝতে পারছি না... ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০০
হোসেন মালিক বলেছেন: দূর মিয়া আপনার লেখা কেউ পড়েও না, যৌন সুরসুরি মুলক কবিতা লিখবেন তাহলে দেখবেন সবাই পড়তেছে