নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশীথনিদ্রা

ইমরান-উল-ইসলাম

“একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলুম আমার উড়ার আকাশ; আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসেছি । কিন্তু আমার আকাশও রইল ।“ _ রবি ঠাকুর

ইমরান-উল-ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমায় ।।

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২

কেমন আছ তুমি ? হয়ত আগের চেয়ে অনেক বেশী সুন্দরী হয়ে উঠেছ । চেহারায় কোমলতা বেড়েছে অনেক গুণ । আরও প্রানবন্ত হয়ে উঠেছে নিশ্চয়ই তোমার ঐ মিষ্টি হাসিটা । মুক্ত বিহঙ্গের মত ছুটে চলেছ এঘর হতে ওঘর । তোমার ঐ রেশমি চুলের নৃত্যে প্রকৃতি যেন আজ নব-যৌবনের উল্লাসে উদ্ভাসিত । আজ হয়ত এই পৃথিবীর বুকে কোন ফুল সম্পূর্ণরূপে পরিস্ফুটিত হয়নি তোমার প্রতিপক্ষ হবার ভয়ে । সমস্ত প্রকৃতি জুড়ে এক থমথমে উন্মাদনা বিরাজ করছে ।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমাকে ।।
তোমার সাথে আমার যেদিন প্রথম দেখা হয়, সেদিনই প্রথম মনে হয়েছিল এই পৃথিবীতে আমি ভীষণ একা । মনে হয়েছিল আমি একটা প্রাণহীন জড়বস্তু । আর এই দেহটা প্রানের তৃষ্ণায় ব্যাকুল হয়ে আছে যুগ যুগ ধরে । আর খোঁজে ফিরছে একূল থেকে ওকূলে, সাগর-নদী, পাহাড়-পর্বত আর বিশ্বব্রহ্মাণ্ডের চারিধারে । যে প্রানের দেখা আমি পেয়েছি আজ । এখনো স্পষ্ট মনে পড়ে ।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমারে ।।
এঁর পর কেটে গেল অনেক দিন । একা একা স্বপ্ন বুনেছি আমি । আবার হারিয়ে ফেলেছি সবটাই । তুমি আসনি । দিন যায়, মাস যায়, বছর...........। ঠিক দুই বছর পর আকস্মিক ভাবে এলে তুমি । আর ততদিনে অনেকটাই একা বাঁচতে শিখে গিয়েছিলাম আমি । তোমাকে না পেলে হয়ত একটা আফসোস থাকতো জীবনে । কিন্তু খুব বেশী কষ্ট হত না ।
তখন আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না । অনেক হিসেব-নিকাষ করেও রায় তোমার বিপক্ষে নিতে পারলাম না । পারলাম না তোমায় ফিরিয়ে দিতে । শুরু হল আমাদের পথচলা । ভালবাসার গানে-গানে, সুরে-সুরে ।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমারে ।।
কত দিন, কত রাত । একসঙ্গে করেছি পাড় । কত স্বপ্ন দেখেছি দুজন সুখের ভেলায় চড়ে । ভীষণ মনে পড়ে ।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমারে ।।
হটাত একদিন বললে ভুলে যেতে হবে । কাঁতর হয়ে বললাম আমার অপারগতার কথা । বললাম, বাচবোনা তোমাকে ছাড়া । শেষে কি জানি ভেবে মায়া হল তোমার । চলল কতদিন । আবার বললে .।.।.।.। । ভীষণ কেঁদেছিলাম আমি । এবারও সফল হওনি তুমি । এঁর হর থেকেই বোঝে নিলাম, আমার জন্য অবশিষ্ট নেই কিছু । যা আছে সবটাই করুণা । তবুও চাইতাম । বিশ্বাস করো ? খুব করে চাইতাম । তুমি আগের মত হয়ে যাও । শেষে ভয় দেখালাম তোমায় । এটা সেটা অনেক কিছুর । তুমিও কি বোকা, ঠিকই ভয় পেয়ে গেলে । এতদিনে এই চিনলে আমায় । হায় !
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমায় ।।
ভয় পেয়ে পুনরায় ফিরে এলে আমার কাছে । এঁরপরও আমি চাইতাম, তুমি সেই আমার সেই মানুষটি হয়ে যাও । যে শুধু আমাকেই চায় । প্রায়ই জিগ্যেস করতে আমায়, “ সত্যি তুমি আমার ক্ষতি বা লজ্জার কারন হয় এমন কিছু করতে পারতে ?” আমি কোন উত্তর না দিয়ে চুপ করে থাকতাম । একসময় তুমি ঠিক বোঝে নিলে, আমি তোমার কোন ক্ষতি করতে পারি না । কয়েক দিন ভালই চলছিল সব । হটাত একদিন বললে, আমার প্রতি তোমার কোন অনুভূতি কাজ করে না । ভীষণ কষ্ট পেয়েছিলাম, জানো ? তবুও কিচ্ছু বলিনি তোমায় । ফিরে আসতেও বলিনি । আর চাইনাও তুমি ফিরে এসো । কেন চাইবো ? আমি জানি, তুমি আর ভালবাসনা আমায় ।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমায় ।।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমায় ।।
আজ জন্মদিন তোমার !! শুভেচ্ছা তোমায় ।।
_____________ইমরান

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ! বেশ ভাল লাগলো! :)

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

ইমরান-উল-ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.