| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক অচেনা মানব
সভায় রফিকুল ইসলাম খান নিজামীকে তুলনা করেন মহানবী হযরত মুহম্মদ (সা)-এর সঙ্গে। বলেন, হযরত মুহম্মদ (সা)-এর মতো বাংলাদেশের ইসলামী আন্দোলনের এই নেতা মাওলানা নিজামীর বিরুদ্ধেও মিথ্যাচার, অপপ্রচার চলছে। তিনি বলেন, নবুয়ত প্রাপ্তির আগে মহানবীকে (সা) মক্কার সকলে আলামিন স্বীকৃতি দিয়েছিল। তাঁর কাছেই তারা নিজেদের সম্পদ গচ্ছিত রেখে নিশ্চিন্ত থাকত। আর যেই তিনি নবুয়ত পেলেন, তাঁর নানা সমালোচনা শুরু হলো। একইভাবে মাওলানা নিজামী জামায়াতের আমির না হওয়া পর্যনত্ম তার কোন সমালোচনা ছিল না; যেই তিনি জামায়াতের আমির হলেন, অমনি সাঁথিয়া থেকে মাটি খুঁড়ে হাড়গোড় বের করে তাকে হত্যাকারী হিসেবে অপপ্রচার শুরু হলো। প্রায় একই রকমের কথা বলেন শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ।
এই সব ইসলামের নামে ভন্ডদের প্রতিহত করুন, এরা নিজেরাই মুনাফিক , ইহুদী, ইসলামের আবরণে ইসলামকে কলঙ্কিত করতে মাঠে নেমেছে।
খবরঃhttp://www.prothom-alo.com/detail/date/2010-03-19/news/50033
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
হবু ইঞ্জিনিয়ার বলেছেন: যা বুঝেন না তা নিয়ে কথা বলতে আসেবেন না। উনি বোঝাতে চাইছেন যে আল্লাহর পথে চলতে গেলে বাধা আসবেই। যেমনটা এসেছিলো মহানবী (সঃ) এর উপর। উলতা বুঝেন কেন? যারে দেখতে নারি তার চলন বাকা আর কি !
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
মাসুম মিয়া বলেছেন: এটা ওদের জন্য স্বাভাবিক বটে। যেহেতু ওরা মুসলমান নয় বরং মুসলমান বেশধারী মুনাফেক।