নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিল এবার আবির্ভাব হচ্ছেন ‘জেমস বন্ড’ রুপে। গ্রামীণফোন নাইট উৎসবে তাকে দেখা যাবে এমন ভূমিকায়। বুধবার (২ অক্টোবর) বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ জিপি নাইটের আয়োজন করা হয়েছে।
এতে মঞ্চে জিরো জিরো সেভেন জেমস বন্ড চরিত্রে লাইভ পারফর্ম করবেন চলচ্চিত্রকার ও গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বেসেডর অনন্ত। আমন্ত্রিত দর্শকরা জেমস বন্ডরূপী অনন্তের লাইভ পারফর্ম উপভোগ করবেন। ৫ অক্টোবর বারিধারার গ্রামীণফোন সেন্টারে ডিনার ও লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এতেও জেমস বন্ডরূপে পারফর্ম করবেন এমএ জলিল অনন্ত।
আবার তাকে পচানো শুরু হবে. এটা নিশ্চিত। আর কত পচবে সে, কে জানে?
সংবাদটি আমি পড়েছি, বাংলাদেশের অনেক জনপ্রিয় বিনোদন পত্রিকা থেকে। লিংক দিচ্ছি : takkizbd.com
©somewhere in net ltd.