নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

ভুড়ি থেকে মুক্ত থাকার উপায়

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩

দেখতে খুব সুন্দর, লম্বা। কিন্তু পেটে বিশাল বড় ভুঁড়ি। শুধু এই ভুড়ির জন্য আর স্মার্ট দেখা যাচ্ছেনা। বাংলাদেশের মানুষদের খাদ্যাভ্যাসের কারনে এ সমস্যা প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায়। পেটের মেদ আর শরীরের অন্য অংশের মেদকে একজিনিস ভাবলে ভুল করবেন। পেটের মেদ যেহেতু লিভার, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সাথে লেগে থাকে, সেহেতু এটি আপনার জন্য অনেক বড় বিপদ এমনকি মৃত্যুর কারণ হতে পারে। শরীরে এ অংশের মেদের কারণে ডায়োবেটিক থেকে শুরু করে হার্টের মারাত্মক সমস্যা পযন্ত হতে পারে। দেখতেতো খুবই বিশ্রী লাগেই।



তাহলে কি করবেন?

------------------

শুধু ব্যায়াম করলেই পেটের মেদ থেকে মুক্তি পাওয়া যায়না। খাবার দাবারেও সতর্ক থাকতে হবে। খাবার সতর্কতা এবং শরীরের বিশেষ কয়েকটি ব্যায়াম আপনার পেটের চর্বিকে কমিয়ে দিবে এবং ভবিষ্যতে এধরনের চর্বি জমা থেকে আপনাকে মুক্ত রাখবে।



খাবারে সতর্কতা

------------------

১. প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম পানিতে লেবু ও একটু লবণ দিয়ে শরবত তৈরি করে খাবেন।

২. শরবতটি খাওয়ার পর দুই বা তিন কোয়া কাঁচা রসুন খেলে ভাল ফল পাবেন। তাহলে আপনার শরীরে ওজন কমানোর প্রক্রিয়িাটি দ্বিগুন গতিতে হবে। একই সঙ্গে আপনার শরীরের রক্ত সঞ্চালন হবে মসৃণ গতিতে।

৩. সকালের নাশতাতে অন্য খাবারের কম খেয়ে একবাটি করে ফল খেলে পেটের চর্বি থেকে রেহাই পাওয়া যায়।

৪. পানি শরিরের পরিপাক ক্ষমতা বাড়িয়ে দেয় এবং ক্ষতিকর সব কিছু শরীর থেকে বের করে দেয়। সেজন্য সকল ডাক্তারদের পরামর্শ বেশি বেশি পানি খেতে হবে।

৫. ভাতের উপর নির্ভরশীলতা কমিয়ে আটার তৈরি খাবার বেশি খেলে অনেক উপকার পাবেন।

৬. খাবার রান্না করার সময় দারুচিনি, আদা, কাঁচা মরিচ বেশি ব্যবহার করুন।এগুলো শরীরের রক্তে শর্করার মাত্রা কমিয়ে রাখতে সহায়তা করে।

৭. চিনি জাতীয় খাবার শরীরে বিশেষ করে পেট ও উরুতে চর্বি জমতে বিশেষ ভূমিকা রাখে। সুতরাং চর্বি থেকে বাচতে হলে এ জাতীয় খাবারের লোভ সংবরণ করতে হবে।

৮. প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাদ্য যেমন শাক সবজি, আমড়া, চালতা খেতে হবে।

৯. চর্বি জাতীয় খাবার, ফাস্ট ফুড এবং সফট ‍ড্রিংকস (কোকাকোলা, পেপসি ইত্যাদি) খাওয়ার অভ্যাস কমাতে হবে। একদমই না খেলে আরও ভাল হয়।



আগামী কাল ভুড়ি কমানোর জন্য নির্দিষ্ট ব্যায়ামগুলো নিয়ে পোস্ট করব।



পুরো পোস্টটি নেয়া হয়েছে স্বাস্থ্য বিষয়ক পেজ থেকে।

পেজটির নামঃ facebook.com/dr.foyzunnahar



চাইলে যেকেউ এ পেজে লাইক দিতে পারেন। ডাঃ নাহার নামে একজন এখানে উত্তর দেন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

অলস_ছেলে বলেছেন: টিপস দিবেন ভালো কথা কিন্তু সুরসুরি দেওয়া ডাক্তারের ছবি কেন X(

২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০

নিঃশব্দ শিশির! বলেছেন: ভাই, বহু কিছু করছি, লাভ হয় না....!! আমি দিনে ২৪ ঘন্টায় ৭-৮ লিটারের বেশি পানি খাই..!! তেল ভাই না, ফল, সবজি, শাক খাই নিয়মিত, ভাত অল্প..!! শারিরিক পরিশ্রম করতে চেষ্টা করি...!! কিছুতেই কিছু হয় না,,,!! এক কথায় পানি খেলেও ওজন বাড়ে..!!

৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

নীল আকাশ আর তারা বলেছেন: অলস_ছেলে বলেছেন: টিপস দিবেন ভালো কথা কিন্তু সুরসুরি দেওয়া ডাক্তারের ছবি কেন X(

সহমত ।

:-P :-P :-P :-P :-P :-P :-P

৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫০

ম্যাংগো পিপল বলেছেন: ধন্যবাদ, বেশীর ভাগই জানি বাট কাজে লাগাতে পারিনা :( :(( :((

৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৯

উদাসী স্বপ্ন বলেছেন: মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক


কিন্তু অন্য একটি মেয়ের ছবি দিয়ে ফেসবুক আইডি খুলেছেন। পার্ভার্টনেস আর প্রতারনার একটা মাত্রা থাকে। দেশে কি বাটপার লোক দিয়ে সব ভরে গেলো?

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

মোঃ ইকরাম বলেছেন: নিজেকে বেশি পন্ডিত মনে করাটা একটুকি ছাগলামি নাকি বুঝিনা। সবাইকে নিজের মত মনে না করা ভাল। কোথায় আমি ফেক আইডি খুলেছি। যদি প্রমাণ হয় সেটি অরিজিনাল, তাহলে কত কোটি টাকা দিতে রাজি আছেন, জানাইন, কষ্ট করে।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৯

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: অনেক বন্ধুর কাজে লাগবে ;)

৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৩

এহসান সাবির বলেছেন: কাজে লাগতে পারে।

৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৬

উদাসী স্বপ্ন বলেছেন: ৫ কোটি টাকা দিতে রাজি আছে।

facebook.com/dr.foyzunnahar এই পেজখান কবে খুলছেন?

৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬

আমি তুমি আমরা বলেছেন: জানা আছে, কিন্তু উদ্যোগের অভাবে কিছু করা হয় না। আর পোস্টের সাথে আনরিলেটেড ছবিটা সরিয়ে দিন।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩১

আক্তারজানু বলেছেন: অলস_ছেলে বলেছেন: টিপস দিবেন ভালো কথা কিন্তু সুরসুরি দেওয়া ডাক্তারের ছবি কেন X(

সহমত ।

১১| ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২

ইমরান আশফাক বলেছেন: পোস্ট টি কাজে লাগবে আমার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.