নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

নারী নির্যাতন, নারী অধিকার

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

নারীরা যদি শুধুমাত্র নারী হওয়ার কারনে-

¤বাসে সংরক্ষিত আসন পেতে পারে

¤বিধবা ভাতা পেতে পারে

¤ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পেতে পারে

¤চাকুরীতে ১০% কোটা পেতে পারে

¤অপরাধের শাস্তির ক্ষেত্রে কঠোরতা থেকে মুক্তি পেতে পারে

¤রিমান্ডের শারীরিক শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারে

¤শিক্ষা অর্জনের ক্ষেত্রে আর্থিক ছাড় পেতে পারে

¤নারীনির্যাতন মামলার সুবিধা লাভ করতে পারে

¤ব্যাংক থেকে SME নামক সংরক্ষিত ঋন পেতে পারে।

✔ তাহলে নারী হওয়ার কারনে শালীনতা রক্ষার জন্য শালীন পোষাক পড়তে কেন তাদের এত অনীহা? কেন তখন বলা হয় তাদের সমধিকারের কথা?

নারীকে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দেয়া হয় কারন প্রাকৃতিক কারনে নারী হিসেবে তার ঐ সুবিধার প্রয়োজন পুরুষের নয়।

✔ তাহলে প্রকৃতিগত কারনে সৃষ্ট তার দেহের ভিন্নতাকে নারী হিসেবে যখন

ঢেকে রাখার প্রশ্ন আসে তখন কেন সমধিকারের প্রশ্নটি আসে?

✔ নারী হওয়ার কারনে যদি পুরুষের তুলনায় এত রাষ্ট্রীয় সুবিধা করতে পারে তাহলে নারী হওয়ার কারনে কেন পুরুষের তুলনায় নিজেকে ঢেকে রাখতে এতটাই অনীহা??

✔ আমরা চাইঃ ধর্ষণমুক্ত ও নারী নির্যাতনমুক্ত সমাজ।

প্রিয়বোনটি আমারঃ আর সব প্রতিরোধমূলক কর্মকান্ডের সাথে

সাথে এ ক্ষেত্রে তোমাকেও যে এই ভূমিকা/বিধানটি মেনে চলতেই হবে যদি তুমি সুরক্ষিত ও শান্তি থাকতে চাও।

তথাকথিত নারীবাদী পুরুষ-নারীরা তোমাকে নিয়ে কেবল কথায় বলবে কাজের কাজ কিছুই করবে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: সত্য কথা , বাস্তবায়ন চাই
পোস্ট এ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.