নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

হতাশ মানুষকে: যা বলবেন, যা বলবেন না।

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০০

হতাশ মানুষকে: যা বলবেন, যা বলবেন না।



আমাদের আশে পাশে নানা কারণে অনেক মানুষ হতাশায় ভোগে। আসুন জেনে নেই তাদের সাথে কথা বলার সময় কি মাথায় রাখা উচিৎ।



১. পাশে থাকার কথা জানান।

যা বলবেন: তুমি একা নও, পাশে আছি।

যা বলবেন না: তোমার চেয়ে অনেকেই খারাপ অবস্থায় আছে।



২. তাকে জানান, সে আপনার কাছে গুরুত্বপূর্ণ।

যা বলবেন: আমার কাছে তোমার গুরুত্ব অবশ্যই আছে।

যা বলবেন না: কেউ বলতে পারবেনা তাদের জীবনে সমস্যা নেই।



৩. তাকে সাহায্য করুন।

যা বলবেন: বুকে জড়াবো তোমায়?

যা বলবেন না: নিজের জন্য দুঃখ করা বন্ধ কর।



৪. হতাশা একটি কঠিন বাস্তবতা।

যা বলবেন: তুমি স্বাভাবিকই আছ।

যা বলবেন না: তুমি তো সব সময়ই হতাশ।



৫. আশার কথা শুনান।

যা বলবেন: খুঁজে দেখ এখনো অনেক পথ খোলা।

যা বলবেন না: হতাশ চেহারা নিয়ে ঘুরে বেড়িও না।



৬. হতাশা অতিক্রমের পথ দেখান।

যা বলবেন: যদি তোর ডাক শুনে কেই না আসে, তাবে একলা চল রে...

যা বলবেন না: তোমার নিজের দোষেই কিছু হয় না।



৭. তাকে বোঝান যে, আপনি তাকে বোঝেন।

যা বলবেন: তোমার কষ্টটা আমি অনুভব করতে পারছি না সত্যি, কিন্তু খুব ভাবে বুঝি কষ্টটা কোথায়।

যা বলবেন না: বিশ্বাস কর, আমি তোমার কষ্ট অনুভব করছি, আমারও একই সমস্যা হয়েছিল।



৮. আস্থা অর্জন করুন।

যা বলবেন: আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না।

যা বলবেন না: তোমার যন্ত্রণা আর নিতে পারছি না।



৯. তার প্রতি যত্নশীল হোন।

যা বলবেন: তোমাকে সত্যি ভালবাসি (যদি সত্যি তা হয়)

যা বলবেন না: তোমার নিজের কথা বলতে বলতে বিরক্তি আসেনি এখনো?



১০. এক সাথে অর্জন কারা উপায় দেখান।

যা বলবেন: তোমার আচরণ বা কথায় আমি কষ্ট পাই না।

যা বলবেন না: মাতাল হইছো?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:১০

নানাভাই বলেছেন: বড়ই মূল্যবান বাণী। ধইন্যা দিলাম।
++++++++++ মারলাম।

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.