![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোকাল চাকুরীর বাজার কিংবা আউটসোর্সিং প্লাটফরম দুই জায়গাতেই গ্রাফিক ডিজাইনারদের চাহিদা সবচাইতে বেশি। হবেনা কেন? খুজে বের করুনতো কোন জায়গাতে গ্রাফিকস ডিজাইনারের ছোয়া লাগেনা? খুব কম প্রতিষ্ঠানই হয়ত খুজে পাবেন। ভাল গ্রাফিকস ডিজাইনার হিসেবে নিজেকে প্রস্তুত করার জন্য দরকার ভাল ট্রেনিং সেন্টারের সহযোগিতা। সেই কাজ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট খুব দক্ষতার সাথেই করে যাচ্ছে। কার এ প্রতিষ্ঠান হতে শুধু ট্রেনিং না , করা হচ্ছে তার চাইতে বেশি কিছু।
এখান হতে ট্রেনিং করার পর যদি অনলাইনে এ ব্যপারে বিশেষজ্ঞদের কাছ হতে বিভিন্ন টিপস পাওয়া যায়, তাহলে নিজেদের আরও অনেকদুর এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি সহজ হয়ে উঠে। নতুন গ্রাফিকস ডিজাইনারদের বিশ্বের সেরা ৫ গ্রাফিক্স ডিজাইন নিয়ে লেখালেখি করা ব্লগারদের ব্লগগুলোর সাথে পরিচয় করে দিব।
১। ডেভিড এরে (David Airey)
--------------------------------
ডেভিড গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত লেখা নিয়ে অনেকগুলো ব্লগ চালান, যার মধ্যে তার নিজের ডিজাইন ব্লগ DavidAirey.com , logodesignlove.com and identitydesigned.com অন্যতম।
২। পল জারভিজ (Paul Jarvis)
------------------------------
একই সাথে ওয়েবডিজাইনার এবং গ্রাফিক্স ডিজাইনার- এরকম অনেক লোক রয়েছে। যেমন ক্রিয়েটিভ আইটির উজ্জ্বল ভাই । যাই হোক পল জারভিজ তাদের মতই একজন। তার ডিজাইন নিয়ে লেখাগুলো খুজে পাওয়া যাবে লিংকটিতে। pjrvs.com/articles
৩। জেসিকা হিসে (Jessica Hische)
-----------------------------------
জেসিকার ডিজাইন সম্পর্কিত তার নিজের লেখা আর্টিকেলগুলো শেয়ার করেন তার নিজের ব্লগে। তার ব্লগের ঠিকানা হল : jessicahische.is/thinkingthoughts ।
৪। গ্রাহাম স্মিথ (Graham Smith)
---------------------------------
গ্রাহাম স্মিথের লেখাগুলো আমার খুবই পছন্দের। তিনি অনুপ্রেরণামূলক আর্টিকেল লিখেন। আমার লেখাগুলো তার মত করেই লিখা হয়। তার ব্লগটির ঠিকানা: imjustcreative.com
৫। ক্রিস স্পুনার (Chris Spooner)
----------------------------------
ক্রিস স্পুনার বর্তমানে সেরা গ্রাফিক্স ডিজাইনারদের মধ্যে অন্যতম। এরকম সেরা ডিজাইনারের টিপস সবার জন্যই অত্যন্ত জরুরী। তার টিপসগুলো খুজে পাওয়ার জন্য দুটি ওয়েবসাইটের ঠিকানা দিচ্ছি। blog.spoongraphics.co.uk এবং line25.com
বাংলাদেশে গ্রাফিকস ডিজাইনারদের সহযোগিতার জন্য সেরা ফেসবুকগ্রুপের ঠিকানাটাও বলা দরকার।
সেইরকম ফেসবুক গ্রুপের নামঃ
১) https://www.facebook.com/groups/creativeit/
২) Click This Link
৩) https://www.facebook.com/groups/learngraphic/
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
sabbirdrkhorse বলেছেন: (y)
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
জনাব মাহাবুব বলেছেন: অনেক সুন্দর এবং গোছানো লেখা।
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন। থ্যাংকস্ ইকরাম ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
Ali Khan Russell বলেছেন: Thanks