![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিয়েটিভ আইটি দেশের আইটি সেক্টরে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছে। সেই সাথে অবদান রাখছে, দেশের বেকার সমস্যা দূরীকরনে।
গত ৬ মাসের সেইরকম উল্লেখযোগ্য কিছু অবদান একপলকে
১। ২৮ ডিসেম্বর’২০১৩ তে বাংলাদেশ জাতীয় যাদুঘরে দেশের ১৫০ জন নারীকে গ্রাফিকস এবং ওয়েব ডিজাইন সেক্টরে মোট ২০লাখ টাকার আইটি স্কলারশীপ প্রদান করা হয়।
এ স্কলারশীপের আওতায় গ্রাফিকস কোর্স সম্পন্ন একজন নারীর নিজের বক্তব্য পড়তে নিচের লিংকে প্রবেশ করুন।
নিজের চোখে, আইটি ট্রেনিং প্রতিষ্ঠানের অন্যরকম রুপ দেখলাম
২। ২০১৪ সালের জানুয়ারীতে ৮০ জন ছেলেকে একসাথে একটি অফিসে ক্লিপিং পাথ বিষয়ক চাকুরীর ব্যবস্থা করে দেওয়া হয়।
৩। ২০১৪ সালের এপ্রিল মাসে হাইটেক পার্কের সহযোগীতায় সর্বমোট ২৭৫ জন গ্রাজুয়েটকে ফ্রি আইটি প্রশিক্ষণ শুরু হয়। এক্ষেত্রে গ্রাফিকস, এসইও, নেটওয়ার্কিংযের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়, যা এখনও চলছে।
৪। এগুলোর বাইরেও অসংখ্য স্টুডেন্ট কোর্স ফি দিয়ে কোর্স সম্পন্ন করেছে।
৫। এবছর সর্বমো্ট ২৩০জনকে (লোকাল: ১২০ জন, আউটসোর্সিং: ১১০জন) কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
৬। ঢাকার বাইরে এবং দেশের বাইরের স্টুডেন্টদের জন্য বাংলাদেশে সর্বপ্রথম অনলাইনে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ক্রিয়েটিভ আইটি।
৭। এ বছর এখন পযন্ত ১৫টি ফ্রি আউটসোর্সিং বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ, গ্রাফিকস, এসইও, ওয়েবডিজাইন, থ্রিডি অ্যানিমেশন এবং নেটওয়ার্কিংয়ের উপর ৩০টি ফ্রি সেমিনার আয়োজন করা হয়েছে। এ সেমিনারগুলো সবার জন্যই উন্মুক্ত ছিল।
সামনে আরো যা যা অফার আসছে
----------------------------------
১। হাইটেক পার্কের সহযোগীতাতে আবারও ৩০০ জনকে ফ্রি আইটি প্রশিক্ষনের (গ্রাফিকস, এসইও, নেটওয়ার্কিং, ওয়েব ডিজাইন, থ্রিডি ডিজাইন, মোবাইল অ্যাপস) অফার আসছে খুব শীঘ্রই।
২। এর আগেরবার শুধু মাত্র গ্রাজুয়েটদেরকে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হলেও এবার গ্রাজুয়েটদের পাশাপাশি ডিপ্লোমা সম্পন্ন করা স্টুডেন্টদেরও দেওয়া হবে ফ্রি প্রশিক্ষণ।
৩। চট্টগ্রামবাসীদের জন্য সুখবর। আপনাদের প্রাণপ্রিয় আইটি প্রতিষ্ঠান খুব শীঘ্রই আসছে আপনাদের শহরে। তাও আবার ফ্রি প্রশিক্ষণ নিয়ে।
৪। অনলাইনেও গ্রাজুয়েটদের জন্য ফ্রি প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।
৫। আগামী সেপ্টেম্বরের মধ্যে ১১০ জনকে গ্রাফিকস বিষয়ক (ইমেজ প্রসেসিং) চাকুরী প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।
ক্রিয়েটিভ আইটির সকল অফারগুলো নিয়মিত জানতে সাথেই থাকুন সবসময়।
ওয়েবসাইটঃ www.creativeit-inst.com
ফেসবুক গ্রুপঃ facebook.com/groups/creativeit/
ফেসবুক পেজঃ facebook.com/CreativeBangladesh
স্থানঃ মমতাজ প্লাজা (৫ম তলা )(ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে), বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা
ফোনঃ ০১৬১৪১৩৪৪২৪, ০১৯৭৪১৩৪৪২৪, ০১১৯৩০৯৪৫৪৫
©somewhere in net ltd.