![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের একটি ঐতিহাসিক বছর শেষ করলাম। ২০১৪ সালটা মৃত্যুর আগ পযন্ত সব সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর হিসেবে মনে থাকবে। এ বছরে অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে।
- জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ে সম্পন্ন করলাম এ বছর। সবার স্বপ্ন থাকে সৎ একজন বউ, যা এখনকার যুগে খুব কমই পাওয়া যায়। আল্লাহ আমার জীবনের ভাল কাজগুলোর বিনিময়ে একজন সৎ বউ উপহার দিয়েছেন। এজন্য এ বছরটি আল্লাহর পক্ষ হতে সবচাইতে সেরা উপহার হিসেবে সারা জীবন মনে রাখব।
বিয়ের ছবির অ্যালবাম লিংক: https://www.facebook.com/ekramict/media_set?set=a.634281230022502.1073741860.100003218927426
- বাংলা ব্লগের জগতে অন্যতম সেরা একটি ব্লগ , জেনেসিসব্লগস এ বছরের শুরুতে প্রতিষ্ঠা করেছি। এটা আমার অনেকদিনের স্বপ্ন ছিল। শেষ পযন্ত শুরু করেছি এবং খুব অল্প সময়ে প্রচুর বাংগালীর পছন্দের ব্লগ হিসেবে স্বীকৃতি অর্জন করেছি। আগামী বছরটিতে এ ব্লগ আরো উচ্চস্তরে পৌছাবে, সে প্রত্যাশা করি। এতদ্রুত একটি ব্লগকে এ পযায়ে নিয়ে আসতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানাই।
- এ বছরটিতে আমার প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা নিয়ে প্রায় ২০০জন ফ্রিল্যান্সিং কাজে কিংবা লোকাল চাকুরীর মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে। আর জেনেসিসব্লগসের আর্টিকেলগুলো কিংবা আমার নিজের লেখা পড়েও অনেকে সচেতন হয়েছে, নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছে। সেই সংখ্যাটা যদিও নির্দিষ্ট করে বলতে পারবনা, তবে বিভিন্ন জায়গাতে কথা বলে যখন জানতে পারি, তখন বুঝতে পারি, সেই সংখ্যাটাও কম হবেনা। আশা করি, এদের সবার দোয়ার কারনে সামনের দিনগুলোতে আল্লাহ আমাকে আরও অনেক সফলতা দিবেন।
- এ বছর আমার প্রিয় ক্রিয়েটিভ আইটি কে নিয়ে যেতে পেরেছি বাংলাদেশের সবচাইতে সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠানের আসনে। এ পযায়ে নিয়ে আসতে বড় অবদান রাখতে পেরেছি দেখে বছর শেষে অন্যরকম এক আত্নতৃপ্তিবোধ করছি। বছরের শেষ দিকে এজন্য স্বীকৃতি হিসেবে মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্যারের হাত থেকে ক্রেস্ট নিতে পেরেছি, সেজন্য গর্ববোধ করছি। আল্লাহ আমাকে এরকম ক্ষমতা দান করেছেন, সেটা আল্লাহর অনেক বড় রহমত। সামনের দিনে এ প্রতিষ্ঠানকে আরো অনেক অনেক বড় পযায়ে নিয়ে যেতে চাই।
- এ বছর কয়েকটি বড় বড় ইভেন্টকে সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তারমধ্যে গত ১৩ডিসেম্বর’২০১৪ তে জাতীয় যাদুঘরে অনুষ্ঠিত ক্রিয়েটিভ আইটির অনুষ্ঠানটি অন্যতম। বহুদিনধরে বহু বড় বড় ইভেন্ট নিজের হাতে খুব সফলভাবে সম্পন্ন করার অতিত অভিজ্ঞতার সাথে এ ইভেন্টটির সফলতাও যুক্ত হলো। আমার সন্তান, নাতিদের সাথে গর্বসহকারে গল্প করার মত আরো একটি বিষয় যুক্ত করতে পারলাম। সেটি অবশ্যই সুখকর সংবাদ। নিজের বিয়ের সম্পূর্ণ ইভেন্টটিও পুরোপুরি নিজের হাতেই বাস্তবায়ন করেছি। সেটিও নিজের সন্তানের সাথে গল্প করতে পারব বৈকি।
ইভেন্টটির ছবির অ্যালবাম লিংক: https://www.facebook.com/media/set/?set=oa.10152932212979085
ব্যর্থটাও অনেক ছিল। তবে আমি কোন কিছুর জন্য কম আফসোস করি, খারাপ কিছুই মনে রাখিনা। সেজন্য বছর শেষে সেগুলোকে আবার মনে করতে পারছিনা।
আরও অনেকগুলো অর্জন ছিল এ বছরটিতে। সামনের বছরেও চাই এর চাইতেও বেশি কিছু। দেশের জন্যও দিয়ে যেতে চাই অনেক কিছু। আরো অনেকের জীবন পরিবর্তনে অর্জন রাখতে চাই। সত্যি কথা বলতে এটা আমার নেশার মতই। যখন একজন হতাশাগ্রস্থ মানুষের জীবন পরিবর্তন করে দিয়ে তার মুখ থেকে কৃতজ্ঞতাটাস্বরুপ কথা শুনি, তার মুখের হাসি দেখি, তার চাইতে সেরা কিছু দুনিয়াতে আছে বলে মনে হয়না। এরকম দৃশ্য দেখাটা নেশার মত হয়ে গেছে। এরকম দৃশ্য আগামী বছর আরো বেশি করে দেখতে চাই। সামনের বছরটির জন্য সবার কাছে দোয়া চাই। বিদায় ২০১৪, স্বাগতম ২০১৫।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯
খেলাঘর বলেছেন:
বিয়ের অভিনন্দন, দু'জনই সুখী হোন; স্ত্রীকে সবার থেকে কাছের মানুষ ভাববেন।
নববর্ষের শুভেচ্ছা।