নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

দ্রুত ইনকাম পরিকল্পনা জীবনকে পিছিয়ে দেয় অনেকগুলো সময়

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭


ঘটনা:১
জনৈক পরিক্ষার্থী রাস্তা পার হচ্ছে। রাস্তা পার হতে গিয়ে প্রচুর গাড়ি। যদি গাড়ি থামা পযন্ত অপেক্ষা করে, তাহলে অপেক্ষা করতে হবে ৩মিনিট।
পাশেই একটা ওভার ব্রীজ রাস্তা পার হওয়ার জন্য। সেটি ব্যবহার করে রাস্তা পার হতে সময় লেগে যাবে ২মিনিট বেশি।৩মিনিট কিংবা ২মিনিট অপেক্ষা করে রাস্তা পার হলে পরীক্ষা হলে পৌছতে দেরি হয়ে যাবে ৩মিনিট। ৩মিনিট ধরলাম ১০মিনিট পর পরীক্ষা শুরু করতে হবে। তাতে কমপক্ষে ৫মার্ক ছুটে যাবে।
দ্রুত সিদ্ধান্ত নিলো, রাস্তা পার হতে হবে এ অবস্থাতে এবং ওভার ব্রীজের উপর দিয়ে পার হতে গিয়ে ২মিনিট নষ্ট করা যাবেনা, নিচে দিয়েই পার হতে হবে। রাস্তা পার হতে গেল, একটা গাড়ি এসে ধাক্কা দিলো। সাথে সাথে হাসপাতালে চলে যেতে হলো। জীবন বাচলেও ৮মাস বিছানাতে থাকতে হলো। সেই পরীক্ষা ১বছর পরে গিয়ে নতুনভাবে দিতে হলো। মাত্র ৫মিনিট যার জন্য লেট করা সম্ভব হচ্ছিলনা, তার জীবন থেকে ১বছর নষ্ট হয়ে গেলো মানে ১বছর লেট করতে হলো।
ঘটনা :২:
একজন গরু ব্যবসায়ির খুব দ্রুত কিছু টাকার দরকার জরূরী হয়ে উঠেছে। তার গরু বিক্রি করে ভালো দাম পেতে হলে আরো ৮মাস কিংবা ১বছর অপেক্ষা করা দরকার। তখন গরুর ভালো একটা সাইজ হবে, দামও পাওয়া যাবে। কিন্তু ৮মাস অপেক্ষা করাটা টাফ। তার গ্রামের এক মুরুব্বী এখনই মাত্র ৭দিনেই ভাল সাইজ মানে পুরো জাস্তি সাইজ হওয়ার ব্যাপারে অ্যাডভান্স টিপস দিলো। অ্যাডভান্স টিপস পেয়ে মুরুব্বীকে সে গুরু মেনে নিলো। ৮মাস পরে গরু বিক্রি করে যে দাম পাওয়া যেত, মুরুব্বীর অ্যাডভান্স টিপস পেয়ে মাত্র ৭দিনেই সেই গরু বিক্রি করার মত সাইজ বানিয়ে ফেলা যাবে, এরকম মুরুব্বীকেতো পুরো পীর মেনে নেওয়া যায়।
মুরুব্বীর কথা মতো অ্যাডভান্স টিপস ব্যবহার করলো, ফলাফল ৮ম দিনে হাটে বিক্রি করতে নিয়ে যাওয়ার পথেই রাস্তাতে গরু পরপারে চলে গেলো। ৮মাস যার অপেক্ষা করা সম্ভব হলোনা, তাকে আবার নতুন গরু কিনে পালা শুরু করতে হচ্ছে, আবার ৫বছর পর বিক্রির পরিকল্পনা করতে হচ্ছে। টাকা ক্ষতি হলো, ৮মাস পরের টাকার যোগাড় এখন ৫বছর পিছিয়ে গেল।
দুটি ঘটনাই দু:খজনক। কিন্তু খুব কমন দৃশ্য।
ঘটনা:৩
এরকম ঘটনা এখন অনলাইন ইনকামেও দেখা যাচ্ছে। সেটিও কমন। খুব দ্রুত ইনকাম দরকার। ৫মাস অপেক্ষা করার সময় নাই। খুব দ্রুত টাকা দরকার। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেল থেকে দ্রুত ইনকামের জন্য অ্যাডভান্স টিপস পেলো। যেখানে ইনকাম হওয়ার কথা ৬মাস পর, এ টিপস তাকে মাত্র ৭দিন পরই ইনকামের পথ দেখিয়ে দিলো। শুরু করলো। ১ম ৭দিনেই মাশাল্লাহ ১লাখ ভিউ। উৎসাহ বেড়ে গেল। ২৪দিন পর চ্যানেল সাসপেন্ড। আবার চ্যানেল শুরু। অ্যাডভান্স টিপসকে এবার অন্যভাবে আবার চেস্টা করলো। এরকম বিভিন্ন টিপস নিয়ে চেষ্টা করছে, আর ৮মাসে ১২টি চ্যানেল সাসপেন্ড। প্রতিটা বিষয়ই ছিল দুইনাম্বারই পন্থা। তারপরও সে হতাশ না। তার চোখ খুলে গেলো। ২নাম্বার পথই বাদ। একনাম্বার পথ শুরু করলো। ৩মাস কাজ করার পর ইনকাম শুরু হলো। ৩মাস পর ইনকাম যার জন্য দেরি হয়ে যাচ্ছিলো।, তার ইনকাম ১১মাস পর হলো। ১সপ্তাহের মধ্যে ইনকামটা জরুরী, সেই ইনকাম ১১মাস পর হলো। একইভাবে সকল ইনকামের ক্ষেত্রেই বর্তমানে এ ঘটনা দেখা যায়।
দ্রুত করতে গিয়ে সবাই বিপদে পড়ি, তারপরও দ্রুত ইনকামের চিন্তা কেন করি বুঝিনা। কেন ভাই, কেন, কেন?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

আরণ্যক রাখাল বলেছেন: ভাল বলছেন।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৯

রায়হানুল এফ রাজ বলেছেন: আসলে এটা আমারও প্রশ্ন, কেন???

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: দ্রুততা সবসময়ই বিপদ ডেকে আনে। ভাল লিখেছেন।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৬

অতনু কুমার সেন বলেছেন: :D :> =p~ B-)

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

রাশেদ রাহাত বলেছেন: ক্যানু...?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.