নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ সালে ফেসবুকের কাল্পনিক কিছু স্ট্যাটাস

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

১৯৭১সালে ফেসবুক থাকলে যুদ্ধের ময়দানে গিয়ে হিরো হওয়ার মানুষ কম পাওয়া যেত, ফেসবুকে বসে সমালোচনা লিখে হিরো হওয়ার মানুষ বেশি থাকতো।
♦ সেই ফেসবুক হিরোদের কয়েকটি কাল্পনিক স্ট্যাটাসগুলো নিচে দেওয়া হলো:
হিরো ১: যারা যুদ্ধে গিয়েছে, তাদেরকে ভাল সম্মানী দেওয়া হচ্ছেনা, সুতরাং মানসম্মত যোদ্ধা পাওয়া যাবেনা। যেই সম্মানী দিচ্ছে, সেই সম্মানীতে যারা যুদ্ধে যাচ্ছে, তারা যে কেমন যুদ্ধ করবে, বুঝাই যাচ্ছে।
হিরো ২: যুদ্ধে ১ম দিন গেলাম। কিন্তু অনেক যোদ্ধা খাবার পায়নি। নেতৃত্ব খারাপ। অর্গানাইজিং পাওয়ার নাই। পরের বার ডাকলে আর যাবোনা।
হিরো ৩: যুদ্ধে গিয়ে কি হবে, ভাউ? যুদ্ধ না গেলে আমি কি দেশপ্রেমিক হতে পারবোনা, ভাউ।
হিরো ৪: যুদ্ধে গিয়ে শুধু শুধু সময় নষ্ট। সব রাজনীতির খেলা। আমাদের কোন লাভ নাই। তার চাইতে বসে বসে আয়নাবাজি দেখি।
হিরো ৫: মতিউর নিজের দোষেই মারা গেছে। শালা বলদ। প্লানটা অন্যভাবে করলে ঠিকই বিমানটা নিয়ে দেশে চলে আসতে পারতো। বিমানবাহিনীর সবগুলোই মাথা মোটা।
হিরো ৬: যুদ্ধে জিতার জন্য আমার কিছু অ্যাডভান্স এবং সিক্রেট টিপস আছে, যা পৃথিবীতে আর কেউ জীবনে দেখাতে পারেনি। জানতে হলে, সিক্রেট গ্রুপে জয়েন করুন।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরো হতে পারতো-

এই ছবিটিতে লাইক দিয়ে যুদ্ধে একটিভ থাকুন। একটি লাইক= একটি হানাদারের মৃত্যু।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০১

কলম চোর বলেছেন: সুন্দর বলেছেন। ৯৫% সহমত। ৭১এর যুদ্ধ যদি আজ হতো, সে সময়ে যত মানুষ যুদ্ধে গিয়েছিল তার ১০% এখন যেত না।
আর বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে প্যারোডিটি আমাকে মর্মাহত করেছে।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০১

কলম চোর বলেছেন: সুন্দর বলেছেন। ৯৫% সহমত। ৭১এর যুদ্ধ যদি আজ হতো, সে সময়ে যত মানুষ যুদ্ধে গিয়েছিল তার ১০% এখন যেত না।
আর বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে প্যারোডিটি আমাকে মর্মাহত করেছে।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬

জগতারন বলেছেন:
জাতি-র গৌরবজ্জ্বল ইতিহাস "মহান বিজয় দিবস"-এর প্রাক্কালে,
আজ আবারো হৃদয়ে প্রশ্ন জাগে,
রক্তাক্ত মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি,
অর্জনের ৪৫ বছর পরেও,
১) আজো কেন তা সার্বজনীনতায় রূপান্তর হলো না.. ?
২) কেন আজো "স্বাধীনতা" সবার জন্য সমান নয়.. ??
৩) স্বাধীনতা তুমি কার.. ???

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: হিরো ৭. আমি এখন জাপানে আছি। দেশে থাকলে একাই পাইক্কাদের সাইজ করে ফেলতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.