নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

শ্রমিক দিবসে শ্রদ্ধা কাদের জন্য, ধীক্কার কাদের জন্য

০১ লা মে, ২০১৭ বিকাল ৩:৪৫

শ্রমিক দিবসে ধিক্কার জানাই সেসব মানুষদেরঃ
- যারা পরিশ্রম ছাড়াই ইনকামের স্বপ্ন দেখে
- যারা বিনোদন এবং ইনকাম একসাথে আশা করে।
- যারা এ যুগে এসেও বাবা-মা কাছ থেকে টাকা নিয়ে চলে।
- যারা অনলাইনে ক্লিক করে টাকা ইনকামের স্বপ্ন দেখে।
- যারা অ্যাডাল্ট মার্কেটিং করে অনলাইনে ইনকাম করে।
- যারা নিজে করেনা, কিন্তু অন্যরা যারা কাজ করে তাদের গীবত করে
- যারা খুব বড় বড় সমালোচনা করেই নিজে বড় হতে চায়।
- যারা বিভিন্ন অজুহাত দেখিয়ে অভাবগ্রস্থ এবং অন্যের সহানুভুতি পেতে চায়।
আপনাদের জন্য করুণা করিনা, ধিক্কার জানাই।
শ্রমিক দিবসে স্যালুট তাদেরঃ
- সেইসব মাঠের শ্রমিকরা, যাদের কল্যানে আমার সুখে থাকছি।
- যারা ঘুম, আড্ডা দেয় অল্প, পরিশ্রম করে সারাদিন
- সেসব স্টুডেন্ট যারা ইন্টারের পর থেকেই নিজেদের খরচ নিজেই চালাচ্ছে।
- সেসব মানুষ , যারা টাকার জন্য বাবা-মার সাথে ঝগড়া করতে লজ্জা পায়।
- সেসব মানুষ, যারা অন্যের (বাবা-মা, স্বামী, বউ, বন্ধু, প্রেমিক) ইনকামের টাকাতে নিজে আরাম করতে অনুতপ্ত হয়।
- যারা পরিশ্রম করে ধীরে ধীরে বড় হওয়ার স্বপ্ন দেখে, কালকেই বিশাল টাকা মালিক হয়ে যাওয়ার স্বপ্ন যারা দেখেনা
- যারা পরিশ্রম করাকে ভালবাসে, অলস সময়টাতে অস্বস্তি অনুভব করে।
- যারা অফিসের বেতন নেওয়ার সময় একবার হলেও চিন্তা করে, অফিসের অর্জনের পিছনে আমি কি কোন অবদান রাখতে পেরেছি?
- যারা শত অজুহাত স্বত্ত্বেও ইনকামের দিক দিয়ে, ক্যারিয়ারের দিক দিয়ে সফল।
- যারা সৎভাবে ইনকাম করে বড় হতে চায়।
স্যালুট আপনাদের। আপনাদের উপরই পরিবার ভরসা করে, দেশ আপনাদের জন্য উন্নতির ধাপে এগিয়ে যাচ্ছে।
অনেক পরিশ্রম করেই আজকে এটুকু এসেছি। এখনও ১৮-২০ঘন্টার মত কাজে ব্যস্ত থাকি। আরও বড় হওয়ার জন্য। যারা পরিশ্রম ছাড়াই কিছু হতে চায়, তাদের জন্যই তাই আফসোস হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.