![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে অনেক অনেক ধরনের ব্যবহারকারী, একটু দেখে নেই।
১) কেউ অন্যের উপকারের জন্য নিজের সময় নষ্ট করে পোস্ট করছে।
২) কেউ ব্যস্ত অন্যের পোস্টের ভুল ধরা নিয়ে, সাথে সাথেই কমেন্ট করার সুযোগটা পেয়ে যায়। ভুল ধরতেছি। কালকেই চাকুরি নিশ্চিত।
৩) কেউ আছে তার ঘরের বিষয়ও অন্যকে শেয়ার করার জন্য অনেক ব্যস্ত থাকে। একটু টয়লেটে গিয়েছি, সেটি না জানালেতো বন্ধুরাতো বুঝবেনা যে আমিও টয়লেট ব্যবহার করি। তাই পোস্ট দিয়েতো জানাতেই হবে।
৪) কেউ আবার কোথায় কোন বিখ্যাত কেউ কিংবা সরকার কিংবা কোন হুজুর কিংবা বিরোধী দল কি ভুল করলো সেটা নিয়ে বিশাল স্ট্যাটাস দেওয়াটাকে ঈমানী দায়িত্ব মনে করে।
৫) কেউ আবার ব্যস্ত অন্যকে অপদস্ত করে পোস্ট করে নিজেকে সবার কাছে হিরো হওয়ার ব্যাপারে। যা শালা আজকে ফাটিয়ে দিয়েছি উমুকের বিরুদ্ধে পোস্ট করে। কনফার্ম কালকেই উমুকের বউ ওর থেকে ছুইটা আমরা বউ হইয়া যাইবো। আমি এখন ছাকিব খান হইয়া যামু।
৬) কেউ আবার কারও বিষয়ে নেগেটিভ কোন একটা পোস্ট পেলে সেখানে গিয়ে অতি আগ্রহী হয়ে বিশাল কমেন্ট করে নিজেকে বিশাল হিরো প্রমান করতে ব্যস্ত। ভাবখানা এমন, যা শালা আগে ছাগল ছিলাম, কমেন্ট কইরা নিজেকে গরু গরু মনে হচ্ছে। একদম ষাড় গরু।
৭) কেউ আবার সবসময় ফেসবুকের ওয়্যালে খুজে কখন কোন নেগেটিভ পোস্টে পাওয়া যায়। সেটাকে শেয়ার করলেই সাথে সাথে বেহেস্ত। তাই যাচাই করে সময় নষ্ট করবে কেন, দ্রুত বেহেস্ত যাওয়ার্ আশাতে সাথে সাথেই শেয়ার। আর পজিটিভ কোন কিছু পেলে সেটা শেয়ার করেনা। দোযখের আগুনকেতো অনেক ভয়। যদি দোযখ লিখা হয়ে যায়!!!
৮) কেউ আবার বিশাল দর্শক। টাকা দিয়ে টিকেট কেটে (নেটের জন্য টাকা খরচ করে) ফেসবুকে ঢুকেছে। খেলা যেদিন জমে, সেদিন টিকেটের টাকা উশুল হয়। তাই যখন ফেসবুক ঝিমিয়ে পড়ে হতাশাতে পড়ে যায়। যা শালা , আজকের টাকাটাই পুরো লস হইয়া গেলো।
আপনি ভাই কত নাম্বার ক্যাটাগরির ফেসবুক ব্যবহারকারী, সত্যি কইরা কমেন্ট করেনতো ভাই।
©somewhere in net ltd.