নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

মাশরাফির রাজনীতিতে প্রবেশ নিয়ে স্যোশালমিডিয়াতে বিতর্ক কি বার্তা দিচ্ছে?

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৩

মাশরাফি আওয়ামিলীগের মনোয়ন কিনেছে দেখে যেভাবে বিএনপি এবং জামাতপন্থীদের সোশ্যালমিডিয়া গ্রপগুলোতে তাকে গালাগালি চলছে। এটা দেখেই আভাস পাচ্ছি, ক্ষমতাতে থাকলে এই দলও বিরোধী বক্তব্যকে কিভাবে কন্ঠরোধ করার চেষ্টা করবে।

অথচ আওয়ামিলীগের বিরুদ্ধে যে অভিযোগে সবচাইতে বেশি মানুষের সমর্থন পেয়েছে আওয়ামি বিরোধী পক্ষ, সেটা হচ্ছে, আওয়ামিলীগ বিরোধী মতকে সহ্য করেনা। তাদের গুম করে দেয়, জেলে ঢুকিয়ে দেয়। এই একটা অভিযোগ দেশের বেশির ভাগ মানুষ মেনে নিয়েছে।
কিন্তু এই সমস্যা বিএনপি এলেও সমাধান হবেনা, সেটা তাদের বর্তমান অবস্থা দেখলেই বুঝা যায়। এ সমস্যাটা ছাড়া আওয়ামিলীগের অন্য দোষগুলোতো মনে মাইনর দোষ।বিরোধী শিবিরে নেতা-কর্মী ছাড়া সবাই সহ সারাবিশ্ব এক বাক্যে স্কীকার করবে, এ আওয়ামিলীগ আমলে এদেশ অর্থনৈতিকভাবে যে পরিমান এগিয়েছে, সেটা সারাবিশ্বে বিরল ঘটনা।
শুধু আওয়ামিলীগের কোন একটা ভাল কাজ নিয়ে ফেসবুকে পোস্ট করে দেখবেন, সেখানে বিএনপি- জামাত পন্থীরা এসে কিরকম হুমকি, গালাগালি শুরু করে দেয়। তাহলে তারা ক্ষমতা আসলে তাদের বিপক্ষে কোন পোস্টের জন্য আওয়ামিলীগের শাসনের মতই লিস্ট করে গুম করে ফেলবেনা, তার নিশ্চয়তাতো পাচ্ছিনা।
আমি এমন দলকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই, যে মত প্রকাশের স্বাধীনতা হরণ করবে না। কোন কিছু খারাপ হলেও সব সময় সে আমার দেখা দুনিয়াতে সবচাইতে ভাল, এ মিথ্যা বাক্যটা যে শুনাতে বাধ্য করবে, এরকম কাউকে ভোট দিতে আগ্রহী না।
আমেরিকাতে ট্রাম্পকে নিয়ে বাথরুমের টয়লেট টিস্যুও তৈরি হয়, অপমানজনক কার্টুন তৈরি হয়। সেরকম কিছু তৈরি করে তারা আতংকিত থাকে না।

একজনের ভাল- খারাপ দুটাই থাকতে পারে। ভালকে ভাল, খারাপকে খারাপ বলার স্বাধীনতা থাকতে হবে। আমার অপছন্দের কারও কিছু ভাল হলেও সেটাকে খারাপ বলতে হবে, সেই টাইপ হিপোক্রেটদের আমি ভোট দিতে রাজিনা।
আর সেজন্যই আমি কখনও ভোট দেইনা।
আসুন, পলিটিক্যাল লিড্যাররা নিজেদের এ পরিবর্তনটা না করলেও যারা যেই দলের সমর্থক আছেন, সবাই নিজেদের মধ্যে এ পরিবর্তনটা নিয়ে আছি। তাহলে দেখবেন, দেশের ৮০% সমস্যার সমাধান হয়ে যাবে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: স্ববিরোধী বক্তব্য দিলেন ভাই। মাশরাফি মর্তুজা সারাদেশের সকল দলের কোন একদলের নয়। এটা মাশরাফি নিজেকে আগে বুঝতে হবে। আওয়ামীলীগ দেশের উন্নয়ন করছে এটা সত্য কিন্তু যারা সম্ভাব্য শক্তিশালী প্রতিপক্ষ তাদেরকে দৌঁড়ের উপরে রেখে এটা প্রমাণ করেই চলেছেন যে বা যারা বিরুদ্ধাচারন করবে তাদের দফারফা করে দিবে; দিয়েছেও, দিচ্ছেও! তো, আমজনতা চায় না "আজকের সবার ম্যশ, কুসুমেই হয়ে যাক শেষ!"

২| ১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাশরাফি চরম একটা ভুল করলেন...

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

কলাবাগান১ বলেছেন: এরা হল তারা যারা গ্রেনেড মারা দল যারা জর্জ মিয়ার উপর দোষ চাপানোর চেস্টা করেছিল...এরা যদি এবার ক্ষমতায় আসে, তবে গ্রেনেড নয়...বেয়োনেট দিয়ে খুচিয়ে মারবে..পাকির দল..জামাতি-রাজাকার এর দল
এরা হবে সহিষ্ণু????? এরা এখন মাশরাফিকে কবরে ও পাঠাতে দ্বিধা করবে না।

তবে একটাই শ্বান্তনা যে এবার এরা জিতলে হয়ত জামাতি-রাজাকার দের গাড়ীতে পতাকা দেখা যাবে না...কামাল হোসেন এর কাছে হার মেনে নেওয়া যায় কিন্তু জামাতি-রাজাকারদের কাছে নয়

৪| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২০

ইয়োডা বলেছেন: আপনি যেমন দলে ভোট দিতে চাচ্ছেন তেমন দল কল্পনাও করা যাচ্ছে না বর্তমানে । হয়তো আপনার ভোট দেওয়া হচ্ছে না ।

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার কথার কোন যুক্তিই দেখিনা। শুধু জামাত বি এন পি না। অনেক।লোকই চায়না তিনি রাজনীয়ি তে যাক। কারন আছে। রাজনীতি তে কথায় কথায় নোংড়া কাদা ছুড়াছুড়ি করে। হয়তো তিনি কোনদিন বিরোধী দলে গেলে তার নামে কেউ কেইস দিয়ে দিবে। আজকে গাড়িতে আসছিলাম। তো দুইটা মেয়ে এই নিয়ে কথা বলতেছে। বুঝা গেলো খুব ক্রিকেট ভক্ত। কালকে দুটি খেলাই দেখেছে। ইন্ডিয়া পাকিস্তান মহিলা টিমের টাও



আমি মনে করি এক অর্থে এমন দেশ প্রেমিক লোক রাজনীতিতে দরকার আছে।
আমি মনে করি মাশরাফি চাই এম পি হলে ভালো হয়।

তবে ভয় হয়।রাজনীতির মাঠে তিনি টিকে থাকতে পারবেন তো???

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: ২০১৩ তে ম্যাশ গণজাগরণ মঞ্চে যারা আজ গালিগালাজ করছেন তারা কি জানেন না? মাশরাফিরও একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে সেটাও মনে রাখতে হবে। তাছাড়া নির্বাচনের প্রস্তুতি হিসাবে আরো অনেক আগে থেকেই তিনি সামাজিক কর্মকান্ড শুরু করেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে।

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: মাশরাফির সাথে আছি।

৮| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

মোঃ মাহাবুব হাসান বলেছেন: আমি মনে করি.....মাশরাফির মত দেশ প্রেমিক বাংলার রাজনীতিতে প্রয়োজন।

৯| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

মোস্তফা সোহেল বলেছেন: মাশরাফিকে এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই :D

১০| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

আরমান শুভ বলেছেন: মাশরাফির পায়ের গল্পের বাজার শেষ। যদিও পায়ের উপর বই লেইখা আগেই টু পাইস ইনকাম করে ফেলেছে। এবার এমপি হয়ে চাদার টাকা খাবে। সাকিবের মতো আইপিএল খেলতে পারলে বোধহয় রাজনীতিতে আসতো না।

১১| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

সাইন বোর্ড বলেছেন: অামার মনে হয় মাশরাফির জনপ্রিয়তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে ।

১২| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: মাশরাফি মর্তুজার যদি পলিটিকসে আসতেই হয় তবে স্বতন্ত্র দল থেকে এসে জনগণের উন্নয়নের কাজ করুক। মাশরাফি আওয়ামীদলের হলেও তার কাছ থেকে লীগ কেড়ে নিচ্ছি না; শুধু সবার প্রিয় মাশরাফী যেন সবারই থাকে তাই সে নিরপেক্ষই থাকুক। আর, আজকে যারা নিজেদেরকে বেশী মাত্রায় দেশপ্রেম দেখিয়ে ভাবে গদগদ হয়ে ম্যাশকে মাঠে নামাচ্ছেন; সামনে ওনাদের টিকিটিরও নাগাল পাওয়া যাবে না যখন পঁচা শামুকে পা কাটবে তখন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.